কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে পূর্ব মে…
কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়
রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। তার পূর্বে একটি প্রতিবাদ মিছিল এগরা শহর পরিক্রমা করে। এই কর্মসূচীতে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, সম্পাদক মিন্টু দাশ, মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়েক, এগরা ১নং ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ জানা, ২নং ব্লক কংগ্রেস সভাপতি চন্দন মাইতি এগরা শহর কংগ্রেস সভাপতি অশোক মহাপাত্র, প্রমুখ। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সেক আজিজুল, সেক আকবর, স্বপন দে, শৈবাল পন্ডা, সেক আসাবুল ও অন্যান্য নেতৃত্ব।
মানস বাবু বলেন, পশ্চিমবাংলায় আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। আরজি কর কাণ্ডে ডাক্তার ছাত্রী ধর্ষণ ও মৃত্যুর পরে সারা বাংলায় যে প্রতিবাদ আন্দোলন চলছে, সেই আবহেও নারী নির্যাতন, ধর্ষণ খুন অব্যাহত আছে। পুলিশ নিষ্ক্রিয়, তাই দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে। পুলিশ তার খাকি পোশাক ও মাথায় অশোক স্তম্ভের সঠিক মর্যাদা রাখছে না, শাসক দলের নির্দেশে যত অন্যায় কাজে মদত করছে। তাই আমাদের আজকের এই আন্দোলন। সারাবাংলার জনগনের সাথে আমরাও চাই পুলিশ তার সঠিক কাজ করুক, নিরপেক্ষভাবে কাজ করুক, নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষকে সুরক্ষা দিক, বিরোধীদের উপর মিথ্যা মামলা দেওয়া এবং হয়রানিমূলক কার্যকলাপ বন্ধ করুক। অন্যথায় গন দেবতাকে সঙ্গে নিয়ে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
No comments