শহীদ মাতঙ্গিনী হাজরার ১৫৫ তম জন্মদিন পালন
মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে হলদিয়া শাখার পালিত হল মেদিনীপুরের গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার ১৫৫ তম জন্মদিন।
সকাল থেকে অংকন, ক্যুইজ, বিতর্ক প্রতিযোগিতা হয় এবং বিকালে শুরু হয় তাৎক…
মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে হলদিয়া শাখার পালিত হল মেদিনীপুরের গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরার ১৫৫ তম জন্মদিন।
সকাল থেকে অংকন, ক্যুইজ, বিতর্ক প্রতিযোগিতা হয় এবং বিকালে শুরু হয় তাৎক্ষণিক বক্তৃতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা সভা সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার সম্পাদক রতিকান্ত মালাকার ছিলেন হলদিয়া শাখার সভাপতি অলক রঞ্জন দাস সম্পাদক ড, সুজন কুমার বালা তিনি বলেন আমাদের জেলার স্বাধীনতার সংগ্রামীদের পরপর ভুলেই যাচ্ছে নতুন প্রজন্মকে স্বাধীনতার সংগ্রামের ইতিহাস জানাতে হবে। না হলে বিপর্যয় সুনিশ্চিত। তাই স্বাধীনতা সংগ্রামীদের আত্মন জীবনী নিয়ে আলোচনা এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
No comments