নন্দীগ্রামের কেন্দ্যামারি-হলদিয়া ফেরিঘাটে ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবেপ্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য বিপদ এড়াতে ফেরি সার্ভিস বন্ধের নির্দেশ জারি করল হলদিয়া থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হলদি নদীর নন্দীগ্রামের কেন্দ্যামার…
নন্দীগ্রামের কেন্দ্যামারি-হলদিয়া ফেরিঘাটে ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবে
প্রাকৃতিক দুর্যোগে সম্ভাব্য বিপদ এড়াতে ফেরি সার্ভিস বন্ধের নির্দেশ জারি করল হলদিয়া থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হলদি নদীর নন্দীগ্রামের কেন্দ্যামারি-হলদিয়া ফেরিঘাটে ফেরি বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে লেখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ২৪ এবং ২৫ অক্টোবর ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চালানোর জন্য যাত্রী সাধারণের কোনওরকম অনুরোধ গ্রাহ্য করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। হলদিয়া থানার আইসি রাজর্ষি দত্ত এবং হলদিয়া টাউনশিপ ফাঁড়ির ওসি অর্কদীপ হালদার দু'জনেই এ ব্যাপারে সতর্ক রয়েছেন।
No comments