এক কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় হাজিরা বিজেপি রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তার স্ত্রী
কয়েকদিন আগে আসাম গোহাটিতে একটি কম্বল কোম্পানি থেকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে সেই টেন্ডার…
এক কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় হাজিরা বিজেপি রাজ্য সম্পাদক নবারুণ নায়েক ও তার স্ত্রী
কয়েকদিন আগে আসাম গোহাটিতে একটি কম্বল কোম্পানি থেকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে সেই টেন্ডার না পাইয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিজেপি রাজ্য সম্পাদক তথা তমলুকের বিজেপি নেতা নবারুণ নায়ক ও তার স্ত্রী তনুশ্রী রায় নায়েক। আজ তমলুক থানায় লিখে পাঠানো হয় সস্ত্রীক নবারুণ নায়েককে। তমলুক থানা থেকে বেরিয়ে নবারুণ নায়ক জানান, যেহেতু বিজেপি করি সেই জন্য আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে। আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমাকে যতদূর যেতে হয় যাব, এবং কারা কারা জড়িত আমাকে ফাঁসানোর বিরুদ্ধে আমি সব প্রমাণ করব। যদিও নবারুণ নায়কের স্ত্রী তনুশ্রী রায় নায়েক জানান, আমার বিষয়ে যদি কোন অভিযোগ থাকে তাহলে গৌহাটি। সেখানে জান না, এখানে কি? এখানে আমি কোন প্রশ্নের উত্তর দেবো না।
No comments