২৬ লক্ষ টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক উধাও
হলদিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ফের মাঝরাস্তায় উধাও হয়ে গেল ২৬ লক্ষ টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক। হলদিয়া থেকে যাত্রা শুরুর দু’ সপ্তাহ পরও শিলিগুড়িতে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছনোর জন্য বৃহস্পত…
২৬ লক্ষ টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক উধাও
হলদিয়া থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ফের মাঝরাস্তায় উধাও হয়ে গেল ২৬ লক্ষ টাকার ভোজ্যতেল বোঝাই ট্রাক। হলদিয়া থেকে যাত্রা শুরুর দু’ সপ্তাহ পরও শিলিগুড়িতে নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছনোর জন্য বৃহস্পতিবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে ট্রান্সপোর্ট সংস্থা। পুলিস সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার আদানি উইলমার কারখানা থেকে গত ৭ অক্টোবর ওই ট্রাকটি রওনা দিয়েছিল। পুজোর ঠিক আগে একইভাবে আদানি উইলমারের কারখানা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে ২৪ লক্ষ ৬৪ হাজার টাকার ভোজ্যতেল বোঝাই গাড়ি উধাও হয়েছিল। ফের মাস দেড়েকের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি হল। পর পর এভাবে গাড়ি উধাও হওয়ার ঘটনায় শিল্প শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিভিন্ন শিল্প সংস্থা ও ট্রান্সপোর্ট সংস্থাগুলিও ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিস জানিয়েছে, হুগলির কোন্নগরের সাউ রোডলাইনস নামে একটি ট্রান্সপোর্ট সংস্থা শিলিগুড়িতে পণ্য পাঠানোর দায়িত্ব পেয়েছিল। তারা এক দালালের মাধ্যমে ১২ চাকার ট্রাক ভাড়া করে। ওই গাড়িতে ২৬ লক্ষ ৩২ হাজার টাকার সোয়াবিন তেলের পাউচের কার্টুন বোঝাই করা হয়। শিলিগুড়ির মা কামাক্ষ্যা এন্টারপ্রাইজে যা পাঠানোর কথা ছিল। ট্রান্সপোর্ট সংস্থার ম্যানেজার সুমন পট্টনায়ক বলেন, গন্তব্যে না পৌঁছনোর কারণে গাড়ির ড্রাইভারকে ফোন করি আমরা। তার ফোনের সুইচ বন্ধ দেখে সন্দেহ হয়। গাড়ির দালালও সুইচ বন্ধ করে রেখেছে। ওদের ভিতর কোনও যোগসাজসের ফলেই গাড়ি উধাও হয়েছে। ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গত আগস্ট মাসের মাঝামাঝি এভাবে পর পর দু›টি ভোজ্যতেলের ট্রাক প্রায় ৪৫ লক্ষ টাকার তেল নিয়ে উধাও হয়ে গিয়েছিল। গত জুন মাসেই পর পর তিন সপ্তাহে গোকুল রিফয়েলস, পতঞ্জলি ফুড প্রোডাক্টস এবং আদানি, তিনটি কারখানা থেকে প্রায় ৭৫ লক্ষ টাকার ভোজ্যতেলের ট্রাক গায়েবের অভিযোগ উঠেছিল। গত আগস্টে আদানি থেকে যে তেল বোঝাই গাড়ি উধাও হয়েছিল তা পরে নদীয়া থেকে ধরা পড়েছিল। তমলুকের নিমতৌড়ির উত্তর নারকেলদার ভৌমিক রোড লাইনস নামে একটি ট্রান্সপোর্ট এজেন্সির দায়িত্ব ছিল কারখানা থেকে তেল শিলিগুড়ি পৌঁছে দেওয়ার। সেই তেল মাঝপথে উধাও হয়ে গিয়েছিল।
No comments