Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘূর্ণিঝড় "দানা"র প্রভাবে ফুলচাষের ব্যাপক ক্ষতি,ফুল ফুলচাষীদের ক্ষতিপূরণের দাবিতে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীকে স্মারকলিপি

ঘূর্ণিঝড় "দানা"র প্রভাবে ফুলচাষের ব্যাপক ক্ষতি,ফুল ফুলচাষীদের ক্ষতিপূরণের দাবিতে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীকে স্মারকলিপি           সামুদ্রিক ঘূর্ণিঝড় "দানা"র প্রভাবে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে…

 




ঘূর্ণিঝড় "দানা"র প্রভাবে ফুলচাষের ব্যাপক ক্ষতি,ফুল ফুলচাষীদের ক্ষতিপূরণের দাবিতে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীকে স্মারকলিপি

           সামুদ্রিক ঘূর্ণিঝড় "দানা"র প্রভাবে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে অন্যতম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ কয়েকটি জেলার চন্দ্রমল্লিকা-গাঁদা-দোপাটি-অপরাজিতা-জবা সহ বিভিন্ন ফুলের চাষ ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ওই ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আজ সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উদ্যান পালন দপ্তরের মন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে।  

            সমিতির সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, এমনিতেই গত শারদীয় পূজার পূর্বে বন্যা ও অতিবর্ষনজনিত কারণে ফুলচাষের ভয়াবহ ক্ষতি হয়েছিল। ফলস্বরূপ দুর্গাপূজার সময় ফুলের দাম ছিল আকাশছোঁয়া। আবার কালীপূজার প্রাক্কালে ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে প্রবল বৃষ্টিপাতের দরুন ফুলচাষের বেশ ক্ষতি হলো। ফলস্বরূপ অবিলম্বে ক্ষতিগ্রস্ত ফুলচাষীদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আমরা  সমিতির পক্ষ থেকে আজ উদ্যান পালন দপ্তরের মাননীয় মন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করেছি।

No comments