Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাকিমা কে' কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা

কাকিমা কে' কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের খড়াই কোটবাড় গ্রামে। জানা গেছে আল্পনা শ্যাসমল নামে মহিলা তার ছেলে গর্ভবতী বৌমা সহ নাতনিকে নিয়ে দিনযাপন করেন। গত বুধব…

 





 কাকিমা কে' কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা।


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের খড়াই কোটবাড় গ্রামে। জানা গেছে আল্পনা শ্যাসমল নামে মহিলা তার ছেলে গর্ভবতী বৌমা সহ নাতনিকে নিয়ে দিনযাপন করেন। গত বুধবার ২২ অক্টোবর হঠাৎ কল্পনা শ্যাসমলের সঙ্গে তার বাড়ির' ভাসুর, জ্যা, এবং ভাসুরের পুত্রের সঙ্গে ঝগড়া শুরু হয়। তারপরেই ভাসুরের পরিবারেরা কুড়ুল দিয়ে কাকিমা কল্পনা শ্বাসমল কে কুপিয়ে দিলে মাথা কেটে যায়। কল্পনা শ্বাসমলের ছেলে ছাড়াতে গেলে তাকেও কুড়ুল দিয়ে পিঠে কুপিয়ে দেয়, তখনই চিৎকার করতে থাকে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে কল্পনা শাসমল ও তার ছেলেকে তড়িঘড়ি করে উদ্ধার করে, পটাশপুর হসপিটালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। এই বিষয়ে কল্পনা শ্যাসমূল অভিযুক্তদের বিরুদ্ধে পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি এমনটাই জানা যাচ্ছে। পরিবারের অভিযোগ যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হোক এমনটাই জানান অভিযোগকারী।

No comments