মহালয়ায় হলদিয়া টাউনশিপ শনি মন্দিরে বিশেষ পূজা ও ভোগ প্রসাদ বিতরণ
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা পর্বে মহালয়া। আজ মহালয়া উপলক্ষে বুধবার ২ রা অক্টোবর হলদিয়া টাউনশিপ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন শনি মন্দিরে বিশেষ প…
মহালয়ায় হলদিয়া টাউনশিপ শনি মন্দিরে বিশেষ পূজা ও ভোগ প্রসাদ বিতরণ
পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা পর্বে মহালয়া।
আজ মহালয়া উপলক্ষে বুধবার ২ রা অক্টোবর হলদিয়া টাউনশিপ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন শনি মন্দিরে বিশেষ পূজা ও ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। হলদিয়ায় দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন বাসের কর্মী ও উপনগরীর বাসিন্দারা এই মহাপ্রসাদ গ্রহণ করেন। মন্দির কমিটির পক্ষে রঞ্জিত পন্ডা জানান, ৩০০০ (তিন হাজার) মানুষের মধ্যে এদিন প্রসাদ বিতরণ করা হয়েছে।
No comments