সতীশ সামন্তর চ্যারটেবল ট্রাস্টের উদ্যোগে শুভ মহালয়াও গান্ধীজীর জন্মদিনে প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল বিতরণ আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা লগ্নে এবং মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে হলদিয়ার দুর্গাচকে সতীশ সামন্ত চ…
সতীশ সামন্তর চ্যারটেবল ট্রাস্টের উদ্যোগে শুভ মহালয়াও গান্ধীজীর জন্মদিনে প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল বিতরণ
আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান মাতৃ পক্ষের সূচনা লগ্নে এবং মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে হলদিয়ার দুর্গাচকে সতীশ সামন্ত চ্যরিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল ও দুস্থদের বস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর, সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক ও হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল, ছিলেন তমলুক সংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সম্পাদক আজিজুল রহমান শ্রমিক নেতৃত্ব শেখ নূর হোসেন এবং সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। মহালয়ার পুন্য লগ্নে প্রায় পাঁচ হাজার দুঃস্থ মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
No comments