Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা ৩৬ তম বর্ষে হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর জেলা ৩৬ তম বর্ষে হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীদেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহালয়ার পণ্য লগ্নে অন্যান্য জেল…

 




পূর্ব মেদিনীপুর জেলা ৩৬ তম বর্ষে হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

দেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহালয়ার পণ্য লগ্নে অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো উদ্বোধন করেন তিনি। ভার্চুয়ালিভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুর জেলার পুজো গুলি। 

প্রতিমা আলোকসজ্জা দেখতে ক্লিক করুন

https://youtu.be/koGtEBYlQgE


পূর্ব মেদিনীপুরের এই ১৫ টি পুজো উদ্বোধনের তালিকা মধ্যে রয়েছে তমলুকের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পটাশপুরের টিকড়াপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব, এগরা ফ্রেন্ড ইউনিয়ন, ক্লাব চৌরঙ্গী, সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি, কাঁথি ইউথ গিল্ড, হলদিয়ার আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, পাঁশকুড়ার মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র সার্বজনীন, খঞ্চি মিলন বিথী, চন্ডিপুরের হাঁসচড়া সার্বজনীন। এদিন বিকেলের তমলুকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। হলদিয়া আজাদ হিন্দ নগর পুজো মণ্ডপে উদ্বোধনে উপস্থিত ছিলেন হলদিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক  এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকবৃন্দ ।হলদিয়া বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের পুজোর উদ্বোধন ছিলেন এডিএম নেহা ব্যানার্জি, হলদিয়া অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক  প্রত্যেক পুজোর সামনে বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। তারই মাধ্যমে পুজার উদ্বোধন করেন এদিন রাজ্যবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে মঞ্চে উপস্থিত থেকেজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বাসিকে ধন্যবাদ জানানো হয়।

No comments