শ্যামা পুজার আরাধনায় মাতল পটাশপুর!পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিংদামোড়ে পটাশপুর ১ নং ব্লক আইএনটিটিইউসি ও বন্ধু গোস্টির পরিচালনায় শ্যামা পুজোর উদ্বোধন হলো মঙ্গলবার। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো মন্ডপের উদ্বোধন …
শ্যামা পুজার আরাধনায় মাতল পটাশপুর!
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের সিংদামোড়ে পটাশপুর ১ নং ব্লক আইএনটিটিইউসি ও বন্ধু গোস্টির পরিচালনায় শ্যামা পুজোর উদ্বোধন হলো মঙ্গলবার।
ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজো মন্ডপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। অনুষ্ঠান মঞ্চ থেকে দু:স্থ পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দেওেয়া হয়। তবে উদ্বোধন হওয়ার পরেই থিমের মন্ডপ দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় এলাকার মানুষজন। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা সুনীল জানা জানিয়েছেন, চার দিন ধরে চলবে নানান সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পিজুস কান্তি পন্ডা, পটাশপুর ১ সঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়েক, ব্লক তৃণমূল সহ সভাপতি সুনীল জানা, জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামি প্রমুখ।
No comments