ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই পরীক্ষায় অল ইন্ডিয়াতে মেয়েদের বিভাগে টপার হলেন হলদিয়া আইটিআই কলেজের দুই ছাত্রী
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই পরীক্ষায় অল ইন্ডিয়াতে মেয়েদের বিভাগে টপার হলেন হলদিয়…
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই পরীক্ষায় অল ইন্ডিয়াতে মেয়েদের বিভাগে টপার হলেন হলদিয়া আইটিআই কলেজের দুই ছাত্রী
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই পরীক্ষায় অল ইন্ডিয়াতে মেয়েদের বিভাগে টপার হলেন হলদিয়া আইটিআই কলেজের দুই ছাত্রী ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/7rpDuCZIZl0
হলদিয়া আইটিআই কলেজের মেন্টেনেন্স মেকানিক ট্রেডের মৌমিতা জানা এবং ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেডের তিতলি প্রামাণিক । মঙ্গলবার কলেজে কৃতি ছাত্র-ছাত্রীদের সমাবর্তন সভায় একথা ঘোষণা করেছেন কলেজ অধ্যক্ষ প্রসেনজিৎ বোস । ২০২৩ সালে সারা ভারতে মেনটেনেন্স মেকানিক ট্রেডে পুরুষ বিভাগে এই কলেজের গৌরব কর প্রথম হয়েছিলেন । এবং একই ট্রেডে সারা ভারতে মেয়েদের বিভাগে অনিন্দিতা মিস্ত্রি হয়েছিলেন প্রথম । সেই সঙ্গে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেনে সারা ভারতের প্রথম হয়েছিলেন এই কলেজের ছাত্র শুভাশিস বন্দ্যোপাধ্যায় ।
এবার সারা ভারতে ৩০ টি আই টি আই কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে পরীক্ষা হয় । মেনটেনেন্স মেকানিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ১৪৬০ জন । অন্যদিকে ইন্সট্রুমেন্ট মেকানিক বিভাগে পরীক্ষার্থী ছিলেন ১৪০০ জন । এই দুটি ট্রেডে মেয়েদের বিভাগে সারা ভারতে প্রথম স্থান অধিকার করে মৌমিতা এবং তিতলি হলদিয়া আইটিআই কলেজের মুখ উজ্জ্বল করেছেন । আর সেই খবরে উল্লসিত কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী থেকে সংশ্লিষ্ট শিক্ষামহল । হলদিয়ার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা মৌমিতা ভবিষ্যৎ পরিকল্পনায় জানিয়েছেন,"প্রথম বন্ধুর কাছ থেকে এই খবর পেয়ে আমি ভাবতেই পারিনি সারা ভারতে আমার প্রথম স্থান হয়েছে । পরে কলেজ থেকে আমি জেনে নিশ্চিত হতে পেরেছি । আমি খুশি । এর পেছনে আমার কলেজের স্যার এবং ম্যাডামদের অবদান রয়েছে । আগামী দিনে আমি এই বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করতে আরো উৎসাহ পেলাম ।" অন্যদিকে তিতলি জানিয়েছেন,"কলেজের স্যারের কাছ থেকেই সারা ভারতে প্রথম হওয়ার খবরটি আমি প্রথম পেয়েছি । আমি খুবই আনন্দিত । আমার এই সাফল্যের পেছনে কলেজের স্যার, ম্যাম সহ যারা আমাকে সহযোগিতা করেছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ ।" আগামী দিনে ভারতীয় রেল বিভাগে চাকরি করতে চান এই কৃতি ছাত্রী । সেজন্য তার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছেন । হলদিয়া আইটিআই কলেজের এ দিনের সমাবর্তন সভায় কলেজের বিভিন্ন ট্রেডের ১৪৯ জনকে সংবর্ধিত করা হয়েছে । তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে সাফল্যের শংসাপত্র এবং পদক । বর্তমান হলদিয়ার এই সরকারি আইটিআই কলেজে ১০ টি ট্রেড রয়েছে । মোট শিক্ষার্থী ৫০৮ জন । এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রসেনজিৎ বোস জানিয়েছে,"প্রত্যেকটি নাগরিকের কাজের অধিকার রয়েছে । তেমন ভাবনা থেকে আমরা হলদিয়া আইটিআই কলেজে ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার দরজা খুলে রেখেছি । এখানে বিভিন্ন ট্রেডে যারা শিক্ষা গ্রহণ এগিয়ে এসেছেন তাদের আমরা ভবিষ্যতে কাজের উপযোগী করে তুলেছি । শুধু তাই নয় এখানে জব ফেয়ার হয়ে থাকে । সেই সঙ্গে বিভিন্ন শিল্প-সংস্থার সঙ্গে আমাদের চুক্তি রয়েছে । প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে তাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরির দরজায় পৌঁছে দেওয়ার কাজ করি । আগামী দিনে হলদিয়া আইটিআই কলেজে আরো নতুন কিছু ট্রেড যুক্ত করে ছাত্র-ছাত্রীদের পড়বার সুযোগ তৈরি করতে চলেছি আমরা ।" ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি তাদের ভাষাগত উন্নতিবিধানে স্পোকেন ইংলিশ, কম্পিউটার শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়েও প্রশিক্ষিত করা হচ্ছে হলদিয়া আইটিআই কলেজে । স্বাভাবিকভাবে হলদিয়া আইটিআই কলেজের উৎকর্ষতা ক্রমশ বাড়ছে । বাড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ ।
No comments