তিলোত্তমার স্মরণে বকুল গাছ লাগালেন হলদিয়া সিপিআইএম
সিপিআই(এম) - হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে হলদিয়া টাউনশিপে মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্রে , বই বিক্রির সাথে সাথে বিজয়া দশমী তে তিলোত্তমা 'র স্মরণে বুক স্টলের পাশ…
তিলোত্তমার স্মরণে বকুল গাছ লাগালেন হলদিয়া সিপিআইএম
সিপিআই(এম) - হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে হলদিয়া টাউনশিপে মার্কসীয় পুস্তক বিক্রয় কেন্দ্রে , বই বিক্রির সাথে সাথে বিজয়া দশমী তে তিলোত্তমা 'র স্মরণে বুক স্টলের পাশে তিলোত্তমা নামে বকুল গাছ লাগানো হয়।
এছাড়াও বিভিন্ন ধরনের মূল্যবান গাছ তিলোত্তমা নামে সাধারণ মানুষকে গাছ দেওয়া হয় বাড়িতে লাগানোর জন্য ।
তিলোত্তমা গাছ(বকুল গাছ) লাগান বিশিষ্ট চিকিৎসক ডা: অরুন কুমার মিত্র, প্রবীণ সিপিআইএম পার্টি নেতা সতীনাথ ভট্টাচার্য এবং সহযোগিতা করেন পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অচিন্ত্য শাসমল, জেলা কমিটির সদস্য রিনা পাহাড়ি সহ প্রমুখ নেতৃত্বগন ।
No comments