লক্ষ্মী পূজো কমিটিদের প্রতি কি বার্তা দিলেন অতিরিক্ত হলদিয়া পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ!বিজয়া দশমীতে চোখের জলে মাকে দিতে হচ্ছে বিদায় আবার এগারোটা মাসের অপেক্ষায় রইলো রাজ্যবাসী। মা আসবেন সকলে আসা মনস্কামনা পূর্ণ করবেন। মায়ের যা…
লক্ষ্মী পূজো কমিটিদের প্রতি কি বার্তা দিলেন অতিরিক্ত হলদিয়া পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ!
বিজয়া দশমীতে চোখের জলে মাকে দিতে হচ্ছে বিদায় আবার এগারোটা মাসের অপেক্ষায় রইলো রাজ্যবাসী। মা আসবেন সকলে আসা মনস্কামনা পূর্ণ করবেন। মায়ের যাত্রা শুভ করতে পুলিশ প্রশাসন রাজ্যের মানুষের জন্য বিভিন্ন জায়গায় ভাসানের ব্যবস্থা করেছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। হলদিয়া টাউনশিপ কৃষ্ণার্জুন ঘাটে চলছে ভাসানের কাজ হলদিয়া পৌরসভা এবং মহকুমার পুলিশ প্রশাসনের উদ্যোগে কড়া নিরাপত্তায় চলছে ভাসান। রয়েছে পুলিশের লঞ্চ সিসি ক্যামেরা, ড্রোন, চোখে পড়ার মতো ছিল পুলিশ প্রশাসনে তৎপরতা। যত রাত্রি বাড়ছে সাধারণ মানুষ বিজয়ার মাকে বিদায় বেলায় সাক্ষী থাকার জন্য উপচে পড়া জনসমুদ্রের মত হলদিয়া কৃষ্ণার্জুন ঘাট ছিল দর্শক পরিপূর্ণ। সামনে মা লক্ষ্মীর আগমন হবে । হলদিয়া মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়ে দিলেন ডিজে নয় ভালো মণ্ডপ প্রতিমা করুন। পুলিশ প্রশাসন সকলেই রয়েছেন পুজো কমিটির সাথে । নির্ভয়ে সকলেই প্রতিমা, মন্ডপ দেখুন সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে লক্ষ্মী পূজা কমিটি সদস্যদের প্রতি কি আবেদন করলেন হলদিয়া অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ।
No comments