Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

মন খারাপের মাঝেই হাসিমুখে বিদায় মাকে, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা


বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দে…

 




মন খারাপের মাঝেই হাসিমুখে বিদায় মাকে, বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা




বিজয়া দশমীর তিথি পড়ে যাওয়া মানেই পুজো শেষের ঘণ্টা বেজে ওঠা। আবার একটা গোটা বছরের অপেক্ষা। বাঙালি বছরের শুরুতে ক্যালেন্ডার পেলেই সবার আগে খুঁজে দেখে পুজো কবে পড়েছে, আর দশমী আসা মানেই নতুন বছরের ক্যালেন্ডারের অপেক্ষা। পুজোর সেই চারদিনের আনন্দের অপেক্ষা। কিন্তু এই কয়েকদিনের পুজো শেষ হয়ে যায় বলে আনন্দে যে কোনও ঘাটতি থাকে এমনটা নয়। মন খারাপ হয় ঠিকই, তবুও সেটা ভুলতে একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়।

দশমীর দিন মহিলারা আগে দেবীকে বরণ করেন, তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে, সেই সিঁদুর একে অন্যের সিঁথিতে দেন। মনে করা হয় এতে সৌভাগ্য পাওয়া যায়। বিভিন্ন জায়গায়  একে অপরের মাথায় সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। মাগো, আসছে বছর আবার এসো মা।

No comments