পুজো সম্মাননা পেয়ে আপ্লুত হয়ে কি বললেন হলদিয়া দুর্গোৎসব কমিটির পৃষ্ঠপোষক মানসী দে শেঠ
হলদিয়া দুর্গোৎসব কমিটিকে পুজোর সম্মাননা দিলেন হলদিয়া বন্দর পত্রিকা,হলদিয়া দুর্গোৎসব কমিটি পূজা মন্ডপ জমজমাট জনসমুদ্র বয়ে চলছে।
পুজোকে কেন…
পুজো সম্মাননা পেয়ে আপ্লুত হয়ে কি বললেন হলদিয়া দুর্গোৎসব কমিটির পৃষ্ঠপোষক মানসী দে শেঠ
হলদিয়া দুর্গোৎসব কমিটিকে পুজোর সম্মাননা দিলেন হলদিয়া বন্দর পত্রিকা,হলদিয়া দুর্গোৎসব কমিটি পূজা মন্ডপ জমজমাট জনসমুদ্র বয়ে চলছে।
পুজোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ডপ এবং প্রতিমা আলোর রোশনায় ভেসে উঠেছে হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড সহ সারা ক্ষুদিরাম নগর। দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থী সকলেই আনন্দ মুখরিত দিনগুলিতে উপভোগ করার জন্যই ছুটে আসছেন এই পুজো মন্ডপে।
হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে পুজোর সম্মাননা তুলে দেওয়া হল হলদিয়া দুর্গোৎসব কমিটি সম্পাদক পৃষ্ঠপোষক এবং সকল সদস্যদের হাতে যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে জমজমাট দর্শক উপস্থিত সকলকেই ধন্যবাদ জানিয়ে পুজো সম্মাননা তুলেদিলেন বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার। ছিলেন জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা উপস্থিত ছিলেন পুজো পরিক্রমা সকল সদস্য সদস্যবৃন্দ। পুজো সম্মাননা পেয়ে আনন্দিত এবং আপ্লুত হলেন পুজো কমিটির পৃষ্ঠপোষক মানসীদে শেঠ। ধন্যবাদ জ্ঞাপন করলেন পুজো কমিটির সভাপতি প্রণব দাস। শুভেচ্ছা জানালেন লায়ন শেখ মজাফফর, পুজো কমিটির কার্যকরী সদস্য সুদর্শন মান্না সহ পুজো কমিটির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ।
এই পুজো পরিক্রমায় যাদের সহযোগিতা না হলে এই কাজ করার যেত না বলে জানালেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র তিনি বলেন হলদিয়া এলোকেশী মোড় বিদ্যুৎ বেকারি , সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস হলদিয়া দুর্গাচক, নিউ রাজু সু হাউস ব্রজলাল চক, এবং রাজু সু হাউস চিরঞ্জীবপুর, পুরাতন মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল তুলে দিচ্ছেন এবং গিফট ভাউচার আকর্ষণীয় পুরস্কার দিচ্ছেন নিউ দাদীমা মোবাইল ব্রজলাল চক, পুজো মানে সুস্বাদু মিষ্টি পরিবেশিত করছেন শ্রীকৃষ্ণ সুইটস হলদিয়া, হলদিয়াতে বসে রাজস্থানের আদলে মুখরোচক খাবারের সম্ভার রয়েছে রাজস্থানি বালাজি ভোজনালয় দুর্গাচক। মুখরোচক সুস্বাদু খাদ্য পরিবেশন করছেন ক্যারি লাইফ অম্বুজা মলের সামনেই দেভোগ সিটি সেন্টার।সকল পুজো মণ্ডপ কে ট্রফি দিয়ে সহযোগিতা করেছেন ইউনিভার্সেল এন্টারপ্রাইজ গান্ধীনগর, এবং হাতিবেড়্যা, কারারা মার্বেল এন্ড টাইলস ক্ষুদিরাম নগর । সহ বিভিন্ন শুভানুধ্যায়ী এবং হলদিয়া বন্দর ও হলদিয়া নিউজ চ্যানেলে পরিবারবর্গ। সকল বিজ্ঞাপনদাতা পুজো কমিটির সকল সদস্য পুলিশ প্রশাসন এবং এই পরিক্রমায় যারা অংশগ্রহণ করেছিলেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা জানালেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র।
No comments