অস্থায়ী শ্রমিক নিয়োগে স্বচ্ছতা রক্ষার বার্তা দিলেন ডিএম
শিল্পতালুক হলদিয়ায় অস্থায়ী শ্রমিক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতেই হবে। মেনে চলতে হবে সরকারি বিধি। আর তা প্রয়োগে কোনও অসুবিধা, কিংবা জটিলতা তৈরি হলে সরাসরি জেলা প্রশাসনকে জানাতে…
অস্থায়ী শ্রমিক নিয়োগে স্বচ্ছতা রক্ষার বার্তা দিলেন ডিএম
শিল্পতালুক হলদিয়ায় অস্থায়ী শ্রমিক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতেই হবে। মেনে চলতে হবে সরকারি বিধি। আর তা প্রয়োগে কোনও অসুবিধা, কিংবা জটিলতা তৈরি হলে সরাসরি জেলা প্রশাসনকে জানাতে হবে। হলদিয়া শিল্পতালুকে বিভিন্ন কলকারখানায় অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে এমন কড়া বার্তা দিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। হলদিয়ার কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে জেলা প্রশাসন এবং শিল্পসংস্থার শীর্ষ কর্তাদের বৈঠকে হলদিয়া শিল্পতালুকের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এমন সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, অস্থায়ী কর্মী নিয়োগে সরকারি 'কর্ম সংবাদ' পোর্টালের বিধি-ভেঙে কিছু ঠিকাদার সংস্থা এবং কিছু শ্রমিক নেতা এমন কাজ করে চলেছেন। তেমন কাজে সম্প্রতি হলদিয়ার রিফাইনারি শিল্পসংস্থার ক্যান্টিনে ১৭ জন কর্মী নিয়োগের ক্ষেত্রে ৮৫ লাখ টাকার বেনিময় হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসনিক কর্তাব্যক্তিরা। বৈঠকে এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিতে প্রশাসনের তরফে বিশেষ জোর দেওয়া হয়েছে। হলদিয়া শিল্পতালুকে রয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, হলদিয়া বিভিন্ন রিফাইনারি, টাটা স্টিল, ইন্দোরামা ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, হলদিয়া এনার্জি লিমিটেড-সহ বেশকিছু ক্ষুদ্র, মাঝারি এবং ভারি রাসায়নিক শিল্পসংস্থা। আরও কিছু শিল্পসংস্থা প্রসার ঘটাতে উৎসাহী। এই উজ্জ্বল সম্ভাবনাময় ইন্ডাস্ট্রিয়াল হাবের সুনাম বজায় রাখতে মরিয়া জেলা প্রশাসন। সেজন্য সবরকম সহযোগিতা করতে প্রস্তুত প্রশাসনিক কর্তারা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে শিল্প শহরের সিসিটিভি মেরামত সব নিয়েই আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। তাতে সন্তোষ প্রকাশ করেছেন শিল্প- কর্তারা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দিব্যা মরুগেশন, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বৈভব চৌধুরি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত প্রমুখ।
জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, "শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতেই হলদিয়ায় শ্রম দপ্তরের তরফে 'কর্ম সংবাদ' পোর্টাল চালু করা হয়েছে। তারপরও কর্মী নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠছে কেন? এই সমস্ত ঘটনা আমাদের কাছে উদ্বেগের। এসব বরদাস্ত করা হবে না। সমস্ত শিল্পসংস্থায় কর্মী নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে হবে। যদি কোনও অসুবিধা হয়, তৎক্ষণাৎ জেলা প্রশাসনের নজর আনুন বিষয়টি।" শিল্পসংস্থাকে সঙ্গে নিয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদ, শিল্পাঞ্চলে সিসি ক্যামেরা বসিয়েছে। তার রক্ষণাবেক্ষণের জন্য শিল্পসংস্থাগুলিকে এগিয়ে আসতে বলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
No comments