বিশ্বকর্মা পুজোতে রাতভর ঘুরে বেড়ানোর নির্ভয় দিলেন - শিবনাথভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/wHor4yj86Hc
পূর্ব মেদিনীপুর জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় মহিলাদের সুরক্ষার জন্য সারা জেলা জুড়ে জেলা মহিলা পুলিশের নজর দা…
বিশ্বকর্মা পুজোতে রাতভর ঘুরে বেড়ানোর নির্ভয় দিলেন - শিবনাথ
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/wHor4yj86Hc
পূর্ব মেদিনীপুর জেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় মহিলাদের সুরক্ষার জন্য সারা জেলা জুড়ে জেলা মহিলা পুলিশের নজর দারিতে তৈরি হয়েছে উইনার্স টিম । এই টিম হলদিয়া, তমলুক এগরা কাঁথি এলাকায় উইনার্স টিমের অভিযান চলছে। বিশেষ করে হলদিয়া শিল্পাঞ্চল এবং সৈকত শহর দীঘা এলাকায় এই টিম নজরদারি করছে। এই টিম বিগত কয়েক বছর আগে থেকেই হলদিয়া শিল্প এলাকায় চালু হয়েছিল আরজিকর কাণ্ডের মতো আর না ঘটে সেজন্যই বিভিন্ন এলাকায় এই টিম নজরদারি করছেন।
ওরা 'উইনার্স'। বিশেষ ভাবে প্রশিক্ষিত পূর্ব মেদিনীপুর জেলা মহিলা পুলিশের নজরদারি টিম। মহিলা সুরক্ষার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ওঁরা ঘুরে বেড়ান দিনভর। জেলা জুড়ে চলা 'উইনার্স'-এর অভিযানে তাঁরা পৌঁছে যান অঞ্চলের বিভিন্ন হাসপাতাল, নদীর ধারে, শপিং মল, বাজার এবং স্কুলে স্কুলে সহ ব্যস্ত এলাকায়। সামনের শিল্পের দেবতা বাবাবিশ্বকর্মা পূজা। হলদিয়া শিল্প শহরের ঐতিহ্য বজায় রেখে অনুষ্ঠিত হবে ১৭ ই সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর সমস্ত পুজো মণ্ডপ বিভিন্ন প্রশাসনিক, শুভানুধ্যায়ী এবং রাজনীতিবিদের উদ্যোগে প্রতিমা এবং মঞ্চ উদঘাটন হবে।
শিল্প শহর হলদিয়াতে বিশ্বকর্মা পুজোর জৌলুস হারিয়েছে কোভিডের পর থেকে। শিল্প শহরে অনেক পুজো হলেও হাতে গোনা কয়েকটি মন্ডপ,প্রতিমা এবং আলোর রোশনাই দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি পুজো মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতা করেছেন।চলে জেলা পুলিশের নজরদারি।
শিল্প শহরে ভিন্ন রাজ্যের মানুষ আসেন শতশত গাড়ি নিয়ে প্রতিমা এবং কারখানা দেখার জন্য। তার জন্যই পূজা কর্মকর্তারা মন্ডপ এবং আলোর রোশনাই ভরে উঠে প্রত্যেকটি পুজো মণ্ডপ। পুলিশের নজরদারি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন দলীয় কর্মীদের দেখতে পাওয়া যায় রাস্তায় সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য। সকলকে শিল্প শহরে মন্ডপ এবং প্রতিমা দেখার নির্ভয়ে ঘুরে বেড়ানোর আশ্বাস দিলেন পূর্ব মেদিনীপুর জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক শিবনাথ সরকার।
পুজোর আগে পুজো কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের ঘুম কেড়েছে। বৎসরের সেরা বৃষ্টি পুজোর আগেই শুরু হয়েছে কোথাও ঝড় তার ফলে ভেঙ্গে পড়েছে ইলেকট্রিক পোস্ট বড় গাছ। অনেকেই জানাচ্ছেন আম্ফানের ঘূর্ণিঝড় এর থেকেও ভয়ানক এই বৃষ্টি এবং ঝড় বয়ে গেছে শিল্প শহরের বেশ কিছুটা অংশের উপর দিয়ে। তাতে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। পুজো মণ্ডপ এখনো সম্পূর্ণ করতে পারেনি পুজো কর্মকর্তারা তার মধ্যে এই বৃষ্টি সকলকেই ভাবিয়ে তুলছে পুজো কয়েকটা দিন কিভাবে কাটবে।
No comments