Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথ দুর্ঘটনার কবলে এসবিএসটিসি আহত ৪

পথ দুর্ঘটনার কবলে এসবিএসটিসি আহত ৪সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল যত বেলা বাড়ছে তত বৃষ্টির পরিমাণ বেড়েছিল। কলকাতা থেকে হলদিয়া গ্রামী সাউথ বেঙ্গল (এসবিএসটিসি) বাস রাত্রি এগারোটা নাগাদ হলদিয়া পৌরসভা…

 


পথ দুর্ঘটনার কবলে এসবিএসটিসি আহত ৪

সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল যত বেলা বাড়ছে তত বৃষ্টির পরিমাণ বেড়েছিল। কলকাতা থেকে হলদিয়া গ্রামী সাউথ বেঙ্গল (এসবিএসটিসি) বাস রাত্রি এগারোটা নাগাদ হলদিয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড ডিঃঘাশিপুর তালপুকুরে জাতীয় সড়কের ধারে মুদির দোকানে এসে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। বর্জ্য বিদ্যুৎ ও  প্রচন্ড বৃষ্টি হওয়াতে বিদ্যুৎ না থাকার ওই এলাকার  অন্ধকার ।তার মধ্যে এই দুর্ঘটনা এলাকার স্থানীয় দোকানদাররা চিৎকারে এলাকার মানুষজন ছুটে আসে। ছুটে আসে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আজগর আলী (পল্টু) ‌‌।  বাসে চারজন বাস যাত্রী ছিলেন তারা আহত হয়। আহত বাস যাত্রীদের  বের করে অ্যাম্বুলেন্সে করে হলদিয়া মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রে জানা যায় সকলের সুস্থ আছেন। তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। বাসটিকে হলদিয়া ভবানীপুর থানার পুলিশ রাত্রেই টেনে নিয়ে আসে।


No comments