ঘুর্ণি ঝড়ে লন্ডভন্ড হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড
গতকাল ১৩ই সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি । গতকাল শুক্রবার রাতে দু মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়েছে হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড।
সূত্রের খবর…
ঘুর্ণি ঝড়ে লন্ডভন্ড হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড
গতকাল ১৩ই সেপ্টেম্বর সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি । গতকাল শুক্রবার রাতে দু মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়েছে হলদিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড।
সূত্রের খবর গতকাল রাত্রি ১১:১৫ মিনিট নাগাদ আচমকা এই ঘূর্ণি ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা জানা গিয়েছে চকদিপা এলাকায় প্রচুর কাজ রাস্তার উপর পড়ে রয়েছে। এছাড়া চারটি ট্রান্সফরমার এবং কুড়িটির বেশি বিদ্যুতের খুঁটি উল্টে গিয়েছে এর জেরে বিদ্যুৎ হীন হয়ে পড়েছে গোটা এলাকা । পৌর কর্মীরা সকাল থেকে রাস্তার উপর থেকে গাছ সরানোর কাজে ব্যস্ত শিল্পাঞ্চলের চিরঞ্জিবপুর টাউনশিপ সহ বেশ কয়েকটি এলাকা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। খবর পেয়ে হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জী ওই এলাকা পরিদর্শনে যান রাস্তার উপরে গাছগুলি পড়ে ছিল সেগুলিকে কেটে সরিয়ে দেবার নির্দেশ দেন এবং প্রায় শতবর্ষের পুরাতন হলদিয়া পৌরসভার ১৮ নম্বর আন্দূলিয়া মনিচক এলাকায় একটি রথ চলে সেই রথ গত কালের ঝড়ে পাল্টি হয়ে গিয়েছিল। দুটি হাইড্রা সহযোগিতা সেই রথকে তোলা হয়েছে। ওই এলাকার অনেকগুলি ঘর ঝড়ে নষ্ট হয়ে যায় তৎক্ষণাৎ হলদিয়া পৌরসভা থেকে ত্রিপল পৌঁছানো হয়েছে বলে জানালেন হলদিয়া পৌরসভার আধিকারিক চন্দন বেরা। তিনি জানান পৌর এলাকার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে আমরা জানতে পেরেছি কিন্তু জল বারানোর একটু সময় দিতে হবে। তারপরে রাস্তার উপরে যে গাছগুলি পড়ে রয়েছে আমরা কেঁটে সরিয়ে দেওয়ার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছি তবে এই মুহূর্তে কোন ক্যাম্প করা হচ্ছে না বলেও জানিয়েছেন।
No comments