দেউলপোতা অঞ্চল এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাৎসরিক সভা
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল। গ্রাম পঞ্চায়েত অধীনে ৩৫৫ টি স্বনির্ভর দল রয়েছে। গত ১১ ই সেপ্টেম্বর বার্ষিক সভা অনুষ্ঠিত হইল দেউ…
দেউলপোতা অঞ্চল এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাৎসরিক সভা
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা অঞ্চল। গ্রাম পঞ্চায়েত অধীনে ৩৫৫ টি স্বনির্ভর দল রয়েছে। গত ১১ ই সেপ্টেম্বর বার্ষিক সভা অনুষ্ঠিত হইল দেউল পোতা অঞ্চল অফিসে।
উপস্থিত ছিলেন দেউল পোতা অঞ্চলের প্রধান ,উপপ্রধান ও সমস্ত পঞ্চায়েত সদস্য বৃন্দ। সঙ্গে ছিলেন সংঘের নেত্রী প্রতিমা দাস , সম্পাদীকা- জয়ন্তী পটনায়ক ,কোষাধক্ষ্য -দিপালী বাগ হাজরা CSP মিনতি মাল, সুচরিতা মাইতি ,বাসন্তী পটনায়ক। DLT সোমাশ্রী ম্যাডাম , BOD সদস্যা, SC তনুশ্রী মাইতি ধাড়া ও আরো অন্যান্যরা। অঞ্চল প্রধান সুরজিৎ রানা বলেন আমাদের টার্গেট প্রতিবছর ১০% করে দল বাড়ানো সেই হিসেবে এ বছর ৩৫ টি দল বাড়ানোর কথা তার মধ্যে আমরা দশটি দল এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পেরেছি।তাই এখন আমাদের সর্বমোট ৩৫৫ +১০= ৩৬৫ টি দল রয়েছে।এই অর্থ বর্ষে২৪- ২৫ সালের আমাদের টার্গেট ১৭ কোটি ৫৩ লক্ষ CCলোন। (১) এখন পযর্ন্ত-আমরা ৫ কোটি ২৭ লক্ষ টাকা লোন দিতে পেরেছি।(২-)CIF লোন ২৪ টি দলকে ২৮ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। ৩-VRF লোন দেওয়া হয়েছে ৬০টি দলকে প্রায় ৩ লক্ষ টাকা।
No comments