Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কারখানার শ্রমিক নিয়োগ, সরকারি পোর্টালে অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন জেলাশাসক

কারখানার শ্রমিক নিয়োগ, সরকারি পোর্টালে অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন জেলাশাসক

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/eAl15c_0e9A বন্দর শহরের শিল্প সংস্থাগুলিকে 'হলদিয়া ব্র্যান্ড' তৈরির পরামর্শ দিলেন জেলাশাসক পূর্ণেন্দ…

 


কারখানার শ্রমিক নিয়োগ, সরকারি পোর্টালে অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন জেলাশাসক



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/eAl15c_0e9A

 বন্দর শহরের শিল্প সংস্থাগুলিকে 'হলদিয়া ব্র্যান্ড' তৈরির পরামর্শ দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। শুক্রবার শিল্প সংস্থাগুলিকে নিয়ে 'সিনার্জি হলদিয়া' শীর্ষক সমন্বয় মিটিংয়ে এই বার্তা দেন জেলাশাসক। তিনি বলেন, শুধু রাজ্য নয়, দেশ বিদেশে হলদিয়া শিল্পাঞ্চলের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিজস্বতা তৈরি জরুরি। এজন্য শিল্প সংস্থাগুলিকেও উদ্যোগ নিতে হবে। হলদিয়ায় তৈরি পণ্য যেমন দেশ বিদেশে যায়। এবার হলদিয়া সম্পর্কে একনজরে ধারনা তৈরি করতে একটি ইন্ডাস্ট্রিয়াল হাব গড়া যেতে পারে। ওই হাবে বিভিন্ন শিল্প সংস্থার রিটেল আউটলেট থাকবে। ভিন রাজ্যের মানুষ এবং বিদেশিরা এখানে এলে হলদিয়া ব্র্যান্ড সম্পর্কে ধারনা পাবে, স্থানীয় মানুষ কেনাকাটাও করতে পারবে সরাসরি। এদিন হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে ওই সমন্বয় মিটিংয়ে ৪০টির বেশি শিল্প সংস্থার প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন। জেলাশাসক ব্র্যান্ড হলদিয়া তৈরির জন্য শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানান। এদিন মূলত হলদিয়ায় সরকারি 'কর্মসংবাদ' পোর্টালের মাধ্যমে নিয়োগ নিয়ে সমস্যা জানতে জরুরি মিটিং ডেকেছিলেন জেলাশাসক। কারখানায় নিয়োগ নিয়ে বার বার  অভিযোগ ওঠায় সারা রাজ্যের কাছে হলদিয়ার ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে উষ্মা প্রকাশ করেন তিনি। পোর্টালের মাধ্যমে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে শুধু প্রশাসন নয়, শিল্প সংস্থাগুলিকেও দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বছর দুই আগে হলদিয়ার শিল্প সংস্থাগুলির দাবি মেনেই পোর্টাল তৈরি করে সুবিধের জন্য। আনস্কিলড ও সেমিস্কিলড শ্রমিকদের চুক্তিতে কাজের সুযোগ দিতেই সরকারি পোর্টাল তৈরি হয়। হলদিয়াকে মডেল করে খড়্গপুর, আসানসোল দুর্গাপুরেও চালু হয়েছে। এবার হাওড়া শিল্পাঞ্চলে চালু করার উদ্যোগ নিচ্ছে রাজ্যের শ্রমদপ্তর। কিন্তু হলদিয়াতেই কর্মসংবাদ পোর্টালে নিয়োগ নিয়ে বার বার বেনিয়মের অভিযোগ ওঠায় উদ্বিগ্ন জেলাপ্রশাসন। জেলাশাসক বলেন, এখন নামী শিল্প সংস্থাগুলিতে পোর্টালের মাধ্যমে নিয়োগের সময়ে বেনিয়মের অভিযোগ ওঠায় উদ্বেগ বাড়ছে। সে বিষয়গুলি তদন্ত চলছে কোথায় ফাঁক ফোকর রয়েছে। যেখানে কাজের সূত্রপাত সেখানেই যদি কোনও গাফিলতি থাকে তাহলে সমস্যা বাড়ে। জেলাশাসক বলেন, এঘটনায় রাজনৈতিক বিভিন্ন চাপ থাকে, কেউ তার নিজস্ব লোক নেওয়ার কথা বলে। এনিয়ে নেগেটিভ পিকচার বাইরে যাচ্ছে। এজন্য শিল্প সংস্থাগুলিকে আরও সতর্ক হতে হবে, কড়া ভূমিকা থাকবে যাতে কোথাও গলদ না থাকে। এজন্য সরকারি অফিসাররাও শিল্প সংস্থার পাশে সবসময় থাকবেন। এদিন মিটিংয়ে জেলা পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, শিল্প এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য নজরদারি করতে ২৫০ সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিলেন স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, সিইও সুধীর কোন্থাম, মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ।

No comments