স্বেচ্ছায় রক্তদান শিবির
ঐতিহাসিক তমলুক শহরের অন্যতম বেসরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এণ্ড টেকনোলজি, এন.এইচ.কে. ওয়েলফেয়ার ফাউণ্ডেশান এবং পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হলপি…
স্বেচ্ছায় রক্তদান শিবির
ঐতিহাসিক তমলুক শহরের অন্যতম বেসরকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এণ্ড টেকনোলজি, এন.এইচ.কে. ওয়েলফেয়ার ফাউণ্ডেশান এবং পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হলপিটাল এর যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সম্পাদক সেখ খাইরুল ইসলাম, কলেজের অধ্যক্ষা-ড. নমিতা কর্মকার, তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা ড. দীপেন্দ্র নারায়ণ রায় ও তমলুক শাখার আই.সি.আই.সি.আই ব্যাঙ্ক ম্যানেজার সুমন বোস এবং অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ওনারা ছাত্র-ছাত্রীদের এই মহৎ উদ্যোগ সম্পর্কে সাধুবাদ জানিয়ে রক্তদান শিবিরকে উদ্বুদ্ধ করেন। উক্ত শিবিরে প্রায় ৬০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক রক্তদান করেন।এই সতঃস্ফূর্ততা দেখে কলেজের সম্পাদক, অধ্যক্ষা ও বিশিষ্ট ব্যক্তিরা অভিভূত হয়ে যান। কলেজের অধ্যক্ষা মহাশয়া বলেন "জাতি, ধর্ম, ও বর্ণের কৃত্রিম ব্যবধান ঘোচাতে রক্তদান যে এক মহার্ঘ্য মানববন্ধন
হিসাবে কাজ করে এই শিবির সকলের কাছে সেই অনুভূতি প্রেরণ করে। এবং কলেজের সম্পাদক সেক খাইরুল ইসলাম বলেন যে মানবধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম। তাই আমরা মানুষ হিসেবে আগামী দিনগুলি সবাই একে অপরের পাশে থেকে এই ধরনের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে পেরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি বলে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম।
No comments