বিজেপির DM অফিস অভিযান, নবান্নের ধাঁচে প্রস্তুত ব্যারিকেট- জলকামান আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় ২৫ দিন কেটে গিয়েছে। ন্যায় বিচারের দাবিতে এখনও আন্দোলন ক্রমশ উত্তাল পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে। সুপ্রি…
বিজেপির DM অফিস অভিযান, নবান্নের ধাঁচে প্রস্তুত ব্যারিকেট- জলকামান
আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রায় ২৫ দিন কেটে গিয়েছে। ন্যায় বিচারের দাবিতে এখনও আন্দোলন ক্রমশ উত্তাল পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে। সুপ্রিম কোর্টের আপিলের পরেও বাংলার জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি চলছে। এহেন পরিস্থিতিতে জনরোষকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মরিয়া রাজ্য বিজেপি-ও। যার নির্যাস, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি-র রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। ২রা সেপ্টেম্বর সোমবার DM অফিস ঘেরাও ডাক দিয়েছে বিজেপি। আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলা শাসক ভবনে ঘেরাও ডাক দিয়েছে জেলা বিজেপি। সকাল থেকে নিমতৌড়ী DM অফিস চত্বর একের পর এক বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা ফেলার কাজ চলছে জোর কদমে। লাগানো হয়েছে সিসি ক্যামেরা, রাখা হয়েছে জলকামান, থাকবে ব্যাপক পুলিশ মোতায়েন।
No comments