Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আরবান কো অপারেটিভ নির্বাচনে জয়ী তৃণমূল

হলদিয়া আরবান কো অপারেটিভ নির্বাচনে জয়ী তৃণমূললোকসভা ভোটের মাস তিনেকের মধ্যেই বিরোধী দলনেতার গড় হলদিয়ায় সমবায় ভোটে ভরাডুবি গেরুয়া শিবিরের। রবিবার হলদিয়া আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে ৩৩টি আসনের সবগুলিতেই জয়ী হয়েছে…

 



হলদিয়া আরবান কো অপারেটিভ নির্বাচনে জয়ী তৃণমূল

লোকসভা ভোটের মাস তিনেকের মধ্যেই বিরোধী দলনেতার গড় হলদিয়ায় সমবায় ভোটে ভরাডুবি গেরুয়া শিবিরের। রবিবার হলদিয়া আরবান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে ৩৩টি আসনের সবগুলিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ২৪ বছর পর ওই সমবায়ে নির্বাচন অনুষ্ঠিত হল। ১৫টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বাকি ১৮টি আসনে এদিন ভোটাভুটি হয়। সেই আসনগুলিতেও একতরফা জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। হলদিয়া মহকুমাজুড়ে আরবান কোঅপারেটিভের ভোটাররা ছড়িয়ে রয়েছেন। নন্দীগ্রাম, মহিষাদল, হলদিয়া ও সুতাহাটা ব্লক এবং হলদিয়া পুরসভা মিলিয়ে আরবান কোঅপারেটিভের এলাকা। এই এলাকা ৬টি জোনে বিভক্ত। ৬টি জোনে মোট ৬ হাজারের বেশি ভোটার রয়েছেন। এদিকে, আরবান কোঅপারেটিভের এই এলাকার মধ্যে পড়ে হলদিয়া, মহিষাদল ও নন্দীগ্রাম বিধানসভা এলাকা। এবারের লোকসভা নির্বাচনে তিনটি বিধানসভা এলাকাতেই এগিয়ে রয়েছে বিজেপি। শুধু এগিয়ে থাকা নয়, হলদিয়া মহকুমায় ৩০ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে বিজেপি। এরকম পরিস্থিতিতে একটি সমবায় নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত হতে দেখে বিস্মিত রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের বক্তব্য, ব্যাকফুটে থাকা তৃণমূলকে ময়দান ছেড়ে দিয়েছে বিজেপি। এই জয়ের বার্তায় তৃণমূলের কর্মী সমর্থকরা খানিকটা অক্সিজেন পাবেন। নন্দীগ্রাম, মহিষাদল ও হলদিয়া ব্লক জোনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। হলদিয়া পুর এলাকায় দু›টি জোন রয়েছে আরবান কোঅপারেটিভের। ফলে এদিন সুতাহাটা ব্লক ও পুর এলাকার তিনটি জোনের ভোট ঘিরে ছিল টানটান উত্তেজনা। সুতাহাটার চৈতন্যপুরে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়, পুর এলাকায় দুর্গাচকের হলদিয়া পুনর্বাসন হাইস্কুল এবং হলদিয়া হাইস্কুলে ভোট কেন্দ্র হয়েছিল। তিনটি জোনে মোট ভোটারের সংখ্যা ৩৬০০-র বেশি। সুতাহাটায় ৪টি, হলদিয়ার দু›টি জোনে যথাক্রমে ৬টি ও ৮টি, মোট ১৮টি আসনে এদিন ভোট হয়। এই আসনের সবগুলিতেই জয়ী হয়েছে তৃণমূল। জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন সুতাহাটার তৃণমূলের ব্লক সভাপতি পার্থ বটব্যাল ও হলদিয়া টাউন ব্লকের সভাপতি মিলন মণ্ডল। তৃণমূল নেতা অশোক মিশ্র বলেন, রাম-বাম জোট একসঙ্গে লড়েও হার মেনেছে। এখানে বিজেপির গোষ্ঠী কোন্দলও হারের অন্যতম কারণ। তৃণমূলের কাছে এই জয় খুবই গুরুত্বপূর্ণ। সুতাহাটার বিজেপি নেতা এবং আরবান কোঅপারেটিভের প্রাক্তন চেয়ারম্যান আনন্দময় অধিকারী বলেন, তৃণমূল জোর করে আমাকে প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে। বিজেপি প্রার্থীদের ভয় দেখিয়েছে তৃণমূল। সিংহভাগ ভোটার জানতেই পারেননি আরবান সমবায়ের ভোট হচ্ছে। ফলে ভোটে এদিন ৩৬০০ ভোটারের মধ্যে মাত্র হাজার খানেক ভোটার ভোট দিতে পেরেছেন। কে প্রার্থী হয়েছেন, সেই প্রচারও সমবায়ের তরফে করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বহু ভোটার। বিজেপির অভিযোগ, আরবান সমবায়ের ভোটকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল।

No comments