পশ্চিমবঙ্গ পান চাষী যুক্ত পরিষদের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন অশ্বিনী জানা
পশ্চিমবঙ্গ পান চাষী যুক্ত পরিষদের দুই দিনের প্রথম রাজ্য সম্মেলন নিমতৌড়ী স্মৃতিসৌধে শেষ হয়েছে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পান চাষের সঙ্গে যুক্ত ১৩২ জ…
পশ্চিমবঙ্গ পান চাষী যুক্ত পরিষদের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন অশ্বিনী জানা
পশ্চিমবঙ্গ পান চাষী যুক্ত পরিষদের দুই দিনের প্রথম রাজ্য সম্মেলন নিমতৌড়ী স্মৃতিসৌধে শেষ হয়েছে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পান চাষের সঙ্গে যুক্ত ১৩২ জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/m5v0f9qXk9Q
আগামী দিনে পান চাষীদের ফেডারেশন তৈরী করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে সম্মেলনকে স্বাগত জানিয়ে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক আর বেঙ্কাইয়া বক্তব্য রাখেন। তিনি পানকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি প্রদান, শস্য বীমার আওতায় আনা ও পানকে জাতীয় পাতা হিসেবে ঘোষণার দাবি জানান। কৃষক আন্দোলনের বিশিষ্ট নেতা আশীষ কানুনগো সারা ভারত কৃষক সভার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং এই সম্মেলন থেকে পানচাষী ফেডারেশনের পশ্চিমবঙ্গের পতাকাকে সারা ভারত পানচাষী ফেডারেশনের পতাকার সর্বভারতীয় স্বীকৃতি দেন। সম্মেলন থেকে ২৫ জনের রাজ্য পরিষদ গঠিত হয় । সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসেবে মঞ্জুর আলম বিল্লাহ, কার্য্যকরী সভাপতি শিশির পাত্র, সম্পাদক অশ্বিনী কুমার জানা, কোষাধ্যক্ষ প্রণবেশ ভৌমিক নির্বাচিত হন। আগামী এক মাসের মধ্যে উড়িষ্যার ভুবনেশ্বরে পান চাষীদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান আর ভেঙ্কাইয়া ।সম্মেলনে উপস্থিত ছিলেন - মনোতোষ সামন্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জী, মধুছন্দা দেব, তাপস সিনহা, তাপস ত্রিপাঠী, গৌতম পন্ডা, হংসপদ জানা, নবেন্দু ঘড়া, শ্যামলী মণ্ডল, রুমা বর্মন প্রমুখ।
জয়ীতা ভৌমিকের উদ্বোধনী সংগীত দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় ।
No comments