Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস জয় করলেন পাঁশকুড়ার অর্পিতা

ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস জয় করলেন পাঁশকুড়ার অর্পিতা
ফের পর্বত শৃঙ্গ জয়ের নতুন নজির গড়লেন পূর্ব মেদিনীপুর অর্পিতা পাত্র। এবার তিনি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস জয় করলেন। ১৮ হাজার ৫১০ ফুট উঁচু এই শৃঙ্গ জয় করেন তিনি। পূর্ব ম…

 



ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস জয় করলেন পাঁশকুড়ার অর্পিতা


ফের পর্বত শৃঙ্গ জয়ের নতুন নজির গড়লেন পূর্ব মেদিনীপুর অর্পিতা পাত্র। এবার তিনি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস জয় করলেন। ১৮ হাজার ৫১০ ফুট উঁচু এই শৃঙ্গ জয় করেন তিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর এলাকার বাসিন্দা অর্পিতা। এমনিতেই পড়াশোনায় ছোট থেকেই মেধাবী। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির এই প্রাক্তনী বর্তমানে বেঙ্গালুরুর ইণ্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপিকা। শিক্ষা কর্মকাণ্ডের পাশাপাশি পর্বতাভিযান করা তাঁর নেশা। 'এক্সপিডিশন অপরাজিতা' নাম দিয়ে পাঁচ মহাদেশের সর্বোচ্চ পাঁচটি শৃঙ্গ জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

ইতিমধ্যে দুঃসাহসিক চ্যালেঞ্জ নিয়ে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ কিলিমাঞ্জারো শৃঙ্গ জয় করেছেন। ৫৮৯৫ মিটার উচ্চতা বিশিষ্ট এই পর্বত শৃঙ্গটিতে চলতি বছরের জুলাই মাসে অভিযান করেছেন তিনি। তারপর ইউরোপ মহাদেশের রাশিয়ায় অবস্থিত এলব্রুস শৃঙ্গ জয় করলেন। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায় এখনো পরিস্থিতি স্বাভাবিক বলা যাবেনা। তেমন পরিবেশ পরিস্থিতিকে সামলে তাঁকে পর্বত জয়ের নেশা চেপে বসে। সেই মতো প্রস্তুতি চলে। বরফে ঢাকা পর্বতে ঝুঁকি নিয়ে কঠিন পথ ডিঙিয়ে অবশেষে তিনি শৃঙ্গ জয় করলেন। অর্পিতা বলেন, "মাউন্ট কিলিমাঞ্জারো জয় বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। শেষ পর্যন্ত আমি ওই পর্বতের শৃঙ্গে আমার দেশের জাতীয় পতাকা ওড়াতে পেরেছি। সেটা আমাকে বড্ড উৎসাহ জুগিয়েছে। পেয়েছি বাড়তি সাহস। বাড়তি মনোবল নিয়ে এবার ইউরোপের এলব্রুস শৃঙ্গ জয় করলাম। এবার রয়েছে বাকি শৃঙ্গ জয়ের স্বপ্ন।" তাঁর এই হার না মানা অভিযানের সাফল্যে খুশি বাবা অহিভূষণ পাত্র, মা সীমা পাত্র থেকে আত্মীয়-স্বজন এবংএলাকার মানুষজন।

No comments