Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চলে গেলেন সি পি আই এম সর্ব ভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি

চলে গেলেন সি পি আই এম সর্ব ভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি
প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সিপিএম…

 



চলে গেলেন সি পি আই এম সর্ব ভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি


প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ, বৃহস্পতিবার নয়াদিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সিপিএম নেতা। গতকাল অর্থাৎ বুধবারই জানা গিয়েছিল সিপিআইএম-এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা বেশ সঙ্কটজনক। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতেই। দেওয়া হয়েছিল রেসপিরেটারি সাপোর্ট।

গত ১৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ইয়েচুরি। তারপর থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন। জানা গিয়েছিল, তাঁর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে। পরীক্ষায় ফুসফুসের এক অংশে সংক্রমণ ধরা পড়ে পড়ে। পরে তা ছড়িয়ে পড়ে বাকি অংশেও। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনেও। গত ৩১ আগস্ট সিপিআইএম-এর পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের মাল্টি ডিসিপ্লিনারি টিম তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। তবে গতকাল রাতের দিকেই শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হয় বর্ষীয়ান এই বাম নেতার। এরপর আজ দুপুর ৩টে ৫ মিনিটে প্রয়াত হন ইয়েচুরি। তাঁর মৃত্যুতে বড়সড় শূন্যতা তৈরি হল ভারতের রাজনৈতিক মহলে। বাম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তে বাম নেতা-কর্মী ও সমর্থকরা শোক প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বিভিন্ন স্তরের রাজনীতিবিদরাও।




 

No comments