পুলিশের পাঠদান বাল্যবিবাহ প্রতিরোধ স্কুলে স্কুলে প্রচার রাজ্যে মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিকে পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেই বিষয়টি নিয়ে গর্বের হলেও এই জেলা বাল্যবিবাহে ভারতবর্ষের প্রথম স্থানে রয়ে…
পুলিশের পাঠদান বাল্যবিবাহ প্রতিরোধ স্কুলে স্কুলে প্রচার
রাজ্যে মাধ্যমিক হোক বা উচ্চমাধ্যমিকে পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেই বিষয়টি নিয়ে গর্বের হলেও এই জেলা বাল্যবিবাহে ভারতবর্ষের প্রথম স্থানে রয়েছে। ফলে জেলার প্রশাসনের ঘুম উড়েছে। জেলায় মানব পাচার, বাল্যবিবাহ, শিশু সুরক্ষার্থে নড়চড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলায় মহিলাদের নিরাপত্তা দিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ " স্বয়ংসিদ্ধা" নামক একটি কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন থানা এলাকার স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল থানার পরিচালনায় মহিষাদল ব্লকের গেঁওখালী হাইস্কুলে " স্বয়ংসিদ্ধা" কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।স্কুলে অষ্টম, নবম ও দশন শ্রেণির পড়ুয়ারা এই শিবিরে অংশগ্রহণ করেন।
শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া মহিলা থানার অফিসার ইনচার্জ দেবযানী পাল, জেলা পুলিশের ডিইবি(এসপি) শান্তব্রত চন্দ, মহিষাদল থানার অফিসার ইনচার্জ নাড়ুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা।
পড়ুয়াদের মনের কথা জানতে এদিন " স্বয়ংসিদ্ধা" নামক একটি বক্স স্কুল কর্তৃপক্ষের হাতে তুলেদেন পুলিশ কর্তারা। বাক্সে - 9800775999 হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বরে যেমন অভিযোগ, সমস্যার কথা জানানো যাবে তেমনি পড়ুয়ারা তাদের সমস্যা বা মনের কথা লিখে বাক্সে ফেলতে পারে। সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
এদিন উপস্থিত আধিকারিকরা বাল্যবিবাহ, নেশায় আসক্ত হলে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে সেই দিকগুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়।
পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা।
মহিষাদল থানার অফিসার ইনচার্জ নাড়ুগোপাল বিশ্বাস জানান, এই ধরনের কর্মসূচি তখনই সফল হবে যখন পড়ুয়ারা ফোন করে বা লিখিত ভাবে তাদের সমস্যার কথা জানাবে। আমরা পড়ুয়া হোক বা সাধারন মানুষদের নিরাপত্তা দিতেই সদা তৎপর রয়েছি।
No comments