ব্রেকিং নিউজ: পশ্চিমবঙ্গ কে পরিবর্তনের পথ দেখিয়েছিল পূর্ব মেদনীপুর, বাস ওনার ইউনিফাইড অ্যাসোসিয়েশন আগামী দিনে সেই পরিবর্তনের আন্দোলনের পথে!
বাস মালিক সাংগঠনের উদ্যোগে জেলা শাসক দপ্তরের ডেপুটেশন দেওয়া হল ভিডিও দেখতে ক্লিক করুনht…
ব্রেকিং নিউজ: পশ্চিমবঙ্গ কে পরিবর্তনের পথ দেখিয়েছিল পূর্ব মেদনীপুর, বাস ওনার ইউনিফাইড অ্যাসোসিয়েশন আগামী দিনে সেই পরিবর্তনের আন্দোলনের পথে!
বাস মালিক সাংগঠনের উদ্যোগে জেলা শাসক দপ্তরের ডেপুটেশন দেওয়া হল
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/eXmb4aVout0
পূর্ব মেদনীপুর জেলা ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশন তাদের উদ্যোগে বেশ কয়েকটি দাবি নিয়ে আজ ১১ ই সেপ্টেম্বর জেলাশাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে জেলার বাস মালিকগন উপস্থিত ছিলেন। সাংগঠনের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবপ্রসাদ বেরা সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন গত ২০১৮ সালে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল সেই সময় ডিজেলের দাম ছিল ৬১ টাকা বর্তমান ডিজেলের দাম ১০০ টাকা হয়েছে বারে বারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ট্রান্সপোর্ট মিনিস্টারের নজরে এনেও কোন কাজ হয়নি। সমস্যায় পড়ছে বাসমালিক গন। আজকে দাবি পত্রে রয়েছে ভাড়া সংশোধন করা।তারই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ন্যাশনাল হাইওয়ের উপর টোটো অটো চলছে অবাধে, আজকের সভায় সাধারণ সম্পাদক বলেন আমরা যখনই ডিএম অথবা এসপির নিকট আন্দোলন করি তখনই দু-এক দিন মানুষের আই ওয়াশ করার জন্য মাঠে নেমে পড়েন। কিন্তু পরবর্তীকালে সেই টোটো অটো রাস্তার উপর দৌড়াত্ম করছে।
রাজ্যের বিভিন্ন টোল প্লাজায় বিভিন্ন নিয়ম রয়েছে কিন্তু প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে মাসে একসঙ্গে টোল নেওয়ার হয়। এবং মাসে রিবেট সিস্টেম থাকে। কিন্তু আমাদের রাজ্যে তথা জেলা সোনাপোতা টোলে সকালে এক নিয়ম আবার বেলা বাড়লে ডবল করে দিতে হয় না হলে বাস চালকদের হেনস্তা করা জোর জুলুম করা হয়।
তিনি আরো বলেন জাতীয় সড়ক আইন সংশোধন হয় ১৯৫৬ সালে পরবর্তী কালে ২০০৮ সালে নতুন আইন সংশোধন হয়। পরে নতুন আইন কার্যকরী হয়েছে ২০২৪ সালে ৯ই সেপ্টেম্বর। নতুন আইন অনুযায়ী রাজ্যের সমস্ত টোলে একই সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া টোটো অটো নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোকে কার্যকরী করতে হবে।
সরকারের বিভিন্ন পলিসির জন্য পূর্ব মেদিনীপুর জেলার প্রায় কয়েকশত বাস বন্ধ হয়ে গেছে বিভিন্ন রুটে। তিনি আরোও বলেন আমরা সরকারের ট্যাক্স ও রিভিউ দেই কিন্তু বাস মালিকদের সঙ্গে বিমাত্রী সুলভ মনোভাব দেখায় এটা কোনোদিনই মেনে নেওয়া যাবে না । যারা সরকারের রেভিনিউ রোড ট্যাক্স দেয় না টোটো অটো তাদের সামনেই বাস মালিকদের ফাইন করার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকে। তিনি আরো বলেন রাজ্যের পরিবর্তনের লক্ষ্য দেখিয়েছিল পূর্ব মেদিনীপুর। রাজ্য সরকার বাস মালিকদের সঙ্গে বিমাত্রী মনোভাব দেখায় তা হলেও আগামী দিনে পরিবর্তনের আন্দোলনের পথে নামবে বাস মালিকগণ।
আজকের ডিএম অফিসে ডেপুটেশনে প্রায় তিন শতাধিক বাসমালিক, ড্রাইভার, হেল্পার শুভ বুদ্ধি সম্পন্ন শুভানুধ্যায়ী সকলে মিলে জেলা শাসক নিকটে তমলুক শহর থেকে মিছিল সংঘটিত করে ডিএম অফিস কার্যালয় আসেন। বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবপ্রসাদ বেরা সহ প্রমূখ।
No comments