Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬’এর বিধানসভা নির্বাচনের মুখেই মেয়াদ শেষ রাজ্যের ৫ রাজ্যসভা এমপির

২৬’এর বিধানসভা নির্বাচনের মুখেই মেয়াদ শেষ রাজ্যের ৫ রাজ্যসভা এমপির
বাংলায় পরবর্তী বিধানসভা ভোট ২০২৬-এ। বিধানসভা ভোট হয়ে থাকে সাধারণত এপ্রিল-মে মাসে। ঘটনাচক্রে ২০২৬ সালের ওইসময়ে আবার বাংলার পাঁচজন রাজ্যসভা সদস্যের কার্যকালের মেয়া…

 



২৬’এর বিধানসভা নির্বাচনের মুখেই মেয়াদ শেষ রাজ্যের ৫ রাজ্যসভা এমপির


বাংলায় পরবর্তী বিধানসভা ভোট ২০২৬-এ। বিধানসভা ভোট হয়ে থাকে সাধারণত এপ্রিল-মে মাসে। ঘটনাচক্রে ২০২৬ সালের ওইসময়ে আবার বাংলার পাঁচজন রাজ্যসভা সদস্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। ফলে প্রায় একই সময়ে কীভাবে ভোট হবে, তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যেহেতু রাজ্যসভার ভোটে শুধুমাত্র বিধায়করা ভোট দিয়ে থাকেন, তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বা পরে রাজ্যসভার পাঁচ আসনে ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। ২০২৬ সালের ২ এপ্রিল তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি, মৌসম নুর, সাকেত গোখলে ও জহর সরকারের রাজ্যসভার সদস্য পদের মেয়াদ শেষ হবে। এর মধ্যে রবিবার ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন জহর সরকার। ইস্তফাপত্র জমা দেওয়ার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সময় চেয়েছেন তিনি। ফলে এই আসনে নির্বাচন হবে ছ’মাসের মধ্যেই। 

এছাড়া ২০২৬ সালের ২ এপ্রিল মেয়াদ শেষ হবে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের। বাংলায় এখন সিপিএমের কোনও বিধায়ক নেই। ফলে আগামী বিধানসভা ভোটের আগেই রাজ্যসভার ভোট হলে সিপিএম কোনও প্রার্থী দিতে পারবে না। যদি রাজ্যসভার ভোট পরে হয়, আর ২০২৬-এর ভোটে সিপিএম কিছু বিধায়ক জোগাড় করতে পারে, তবেই তারা রাজ্যসভায় প্রার্থী দিতে পারবে। বাংলায় রাজ্যসভার তার পরবর্তী দু’দফায় ভোট হওয়ার কথা ২০২৯ সালে ছয়টি আসনে এবং ২০৩০ সালে পাঁচটি আসনে। 

তাই আগামী দিনে রাজ্যসভার ভোটে প্রার্থী দেওয়ার ব্যাপারে সবদিক বিবেচনা করেই পা ফেলতে চাইছে বাংলার শাসক দল। দলের রাজ্য দপ্তর সূত্রের খবর, আগামী দিনে রাজ্যসভার সদস্য পদে কাউকে মনোনয়নের ক্ষেত্রে বিশেষভাবে খতিয়ে দেখা হবে দুটি বিষয়—সংশ্লিষ্ট ব্যক্তিটি বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রতি কতটা অনুগত।

No comments