আবুধাবির জেবেল আলি বন্দরের সঙ্গে হলদিয়া বন্দরের সরাসরি পণ্য পরিবহন শুরু হলো
আবুধাবির জেবেল আলি বন্দরের সঙ্গে হলদিয়া বন্দরের সরাসরি পণ্য পরিবহন শুরু হলো । সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে হলদিয়া বন্দরের কাছে এটি গুরুত্বপূর্ণ অগ্রগত…
আবুধাবির জেবেল আলি বন্দরের সঙ্গে হলদিয়া বন্দরের সরাসরি পণ্য পরিবহন শুরু হলো
আবুধাবির জেবেল আলি বন্দরের সঙ্গে হলদিয়া বন্দরের সরাসরি পণ্য পরিবহন শুরু হলো । সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে হলদিয়া বন্দরের কাছে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি । ১১ সেপ্টেম্বর বুধবার হলদিয়া বন্দর থেকে প্রথম কন্টেইনারবাহী জাহাজ এমভি ইয়ং ইউ-১১ জেবেল আলি বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে । হলদিয়া বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন, ওসান স্যালুট শিপিং পিটিই লিমিটেডের পানামা পতাকাবাহী জাহাজটির অনুষ্ঠানিকভাবে এদিন পণ্য পরিবহনের সূচনা করেন ।
৮ সেপ্টেম্বর হলদিয়া বন্দরে বিপুল পরিমাণ পণ্য নিয়ে জেবেল আলি বন্দর থেকে হলদিয়া বন্দরে হাজির হয় জাহাজ ইয়ং ইউ-১১ জাহাজ । দুই বন্দরের এই যোগসূত্রকে "দ্য বেঙ্গল মিডিল ইস্ট এক্সপ্রেস" বলে শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট কলকাতা'র তরফে নামকরণ করা হয়েছে । ফলে শুধুমাত্র ব্যবসায়িক প্রসার নয়, সময় ও আর্থিক সাশ্রয়ের পাশাপাশি দুই বন্দর সহ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পর্যন্ত তৈরি হবে সরাসরি বাণিজ্যিক যোগসূত্র । হলদিয়া থেকে জেবেল আলি যাওয়ার পথে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে কিছু পণ্য ওঠা-নামা করবে জাহাজটি । তারপর আর কোথাও থামবে না । সেখান থেকে সোজা সমুদ্র পথে জেবেল আলি বন্দরে পৌঁছবে । এর ফলে পূর্ব ভারতের শিল্পতালুকগুলি কাঁচামাল এবং অন্যান্য পণ্য আমদানি-রপ্তানিতে বিশেষভাবে উপকৃত হবে ।
আগেই চীন, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে সরাসরি পণ্য পরিবহনের কাজ শুরু করেছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ । আবুধাবির জেবের আলি বন্দরের সঙ্গে হলদিয়া বন্দরের পন্য পরিবহন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করলো । বেঙ্গল মিডিল ইস্ট এক্সপ্রেস পরিষেবার অধীনে এটি পরিচালিত হবে । এর ফলে আরও বেশি সংখ্যায় কন্টেইনারবাহী জাহাজ চলাচলের সুযোগ তৈরি হলো হলদিয়া বন্দরে । প্রশস্ত হলো বাণিজ্যিক প্রতিযোগিতার পথ । এই নতুন বাণিজ্য পথ খুলে যাওয়ার প্রসঙ্গ টেনে বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন হলদিয়া বন্দরের প্রচেষ্টার প্রশংসা করেছেন । তিনি বলেন ,"জেবেল আলি বন্দরের সঙ্গে হলদিয়া বন্দরের মধ্যে দ্য বেঙ্গল মিডিল ইস্ট এক্সপ্রেস সার্ভিস চালু হলো । সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্ত খুলে গেল এখন থেকে । করতে পেরে আমরা গর্বিত । সেজন্য হলদিয়া বন্দরের কর্মী, আধিকারিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রশংসনীয় ।" এতদিন কলকাতা এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্য হতো ঘুর পথে । যার ফলে সময় এবং আর্থিক খরচ লাগতো বেশি । সেই জায়গায় নতুন এই বাণিজ্য পথ সময় সাশ্রয়ের পাশাপাশি খরচ কমাতে সক্ষম হবে । হলদিয়া বন্দরে ঘটবে কন্টেইনারবাহী জাহাজের বেশি আনাগোনা ।
No comments