Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের বিভাগের উদ্যোগেহলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায় কৃষকদের বিশেষ প্রশিক্ষণ শিবির

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের বিভাগের উদ্যোগেহলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায়  কৃষকদের বিশেষ প্রশিক্ষণ শিবির
পূর্ব মেদনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে  শিল্প ও উদ্যান পালন বিভাগের …

 




খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালনের বিভাগের উদ্যোগেহলদিয়া পঞ্চায়েত সমিতি এলাকায়  কৃষকদের বিশেষ প্রশিক্ষণ শিবির


পূর্ব মেদনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতে  শিল্প ও উদ্যান পালন বিভাগের উদ্যোগে এলাকার কৃষকদের হাতেনাতে বিশেষ প্রশিক্ষণ শিবির হয়। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/FjZ2PHRncN8


এই শিবিরে প্রায় পঞ্চাশ জন কৃষক উপস্থিত হয়েছিলেন।


উন্নত মানের চাষের  পদ্ধতি যেমন আদা, মাশরুম, এছাড়া সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে  এই সময়ে সবজিকে বাঁচাতে গেলে যে পোকা নষ্ট করে দেয় সেই পোকা দের হাত থেকে কি ভাবে বাঁচানো যায় তার  জন্য বিশেষ বিশেষ কি করনীয় কি সেই বিষয় নিয়ে আজকের এই প্রশিক্ষণ শিবিরে  আলোচনা হয়। এই শিবিরের উপস্থিত ছিলেন জেলা প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন বিভাগ ও এবং ব্লক স্তরের বিভিন্ন আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments