শিল্প শহরে দূষণ এড়াতে ভার্টিক্যাল গার্ডেন তৈরি করছে হলদিয়া পৌরসভা!২ ফুট চওড়া, ১৬৫ মিটার লম্বা বাগানের উচ্চতা ৮ ফুট পরিবেশ সুরক্ষায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে হলদিয়ায় ভার্টিক্যাল গার্ডেনভার্টিক্যাল গার্ডেন (খাড়া কিংবা উলম্ব বাগান) গড়তে…
শিল্প শহরে দূষণ এড়াতে ভার্টিক্যাল গার্ডেন তৈরি করছে হলদিয়া পৌরসভা!
২ ফুট চওড়া, ১৬৫ মিটার লম্বা বাগানের উচ্চতা ৮ ফুট পরিবেশ সুরক্ষায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে হলদিয়ায় ভার্টিক্যাল গার্ডেন
ভার্টিক্যাল গার্ডেন (খাড়া কিংবা উলম্ব বাগান) গড়তে চলেছে হলদিয়া পুরসভা। পরিচ্ছন্নতা, সৌন্দর্যায়ন শুধু নয়, পরিবেশ থেকে কার্বন শুষে নেওয়া এবং অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে এমন অভিনব বাগানে পরিকল্পনা। পরিবেশ দূষণ প্রতিরোধে 'ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম' কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলায় এটি প্রথম উদ্যোগ। গত দেড় বছর ধরে বিভিন্ন মন্ত্রকে দরবারের পর সম্প্রতি কেন্দ্র এবং রাজ্য । সরকারের পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেয়েছে পুরসভা। তারপর শিল্প শহরে দূষণ প্রতিরোধী এই ভার্টিক্যাল গার্ডেন গড়তে তৎপর হয়েছে।
হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন, - বিধাননগর পুরসভার উদ্যোগে আগেই নির্মিত হয়েছে এমন ধরনের গার্ডেন। এবার সেই ভাবনা হলদিয়া শিল্পতালুকে রূপ পেতে চলেছে। হলদিয়া-কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে সিটি সেন্টারে সোনার তরী বিল্ডিংয়ের বিপরীতে এটি গড়ে তোলা হবে। ২ ফুট চওড়া এবং ১৬৫ মিটার লম্বা এইবাগানের উচ্চতা হবে ৮ ফুট। ৪০ লক্ষ টাকা খরচে আগামী পাঁচ মাসের মধ্যে বাগান তৈরির পরিকল্পনা রয়েছে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামে এর
আগে হলদিয়ায় হলদি নদীর পাড় বরাবর রায়রাইঞ্যাচকে ১৫ একর জায়গা জুড়ে ম্যানগ্রোভ ফরেস্ট, স্থানীয় বাড়ঘাসিপুরে ১২ একর জায়গা জুড়ে বনাঞ্চল, সিটি সেন্টার লাগোয়া ৩ একর জায়গায় ফলের বাগান, হাতিবেড়িয়ার সতীশ সামন্ত পার্কে ওয়াটার ফাউন্টেন, পুরসভা দপ্তরের বিশাল ছাদে সৌর প্রকল্প ইত্যাদি কাজ করা হয়েছে। এই প্রকল্পে এবার ভার্টিক্যাল গার্ডেন নবতম সংযোজন। কম জায়গায় অ্যাসপারাগাস ফার্ণ, ফলিএজ প্ল্যান্টস, অল্টারন্যানথেরা, ম্যান্ডেভিলা-সহ বিভিন্ন প্রজাতির গাছ এখানে লাগানো হবে। এবিষয়ে হলদিয়া পুরসভার প্রশাসক তথা হলদিয়া মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, "হলদিয়ায় অভিনব কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামে আমরা ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছি। তাতে ভার্টিক্যাল গার্ডেন তৈরি নতুন উদ্যোগ। হলদিয়াবাসী এবং এই শিল্প শহরে আগত মানুষজনের কাছে এটি একটি সুন্দর বাগান তৈরি হতে চলেছে। পরিবেশ সুরক্ষার প্রশ্নে এই বাগান কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণ শুষে নিতে পারবে যেমন, তেমন প্রচুর পরিমাণ অক্সিজেন দেবে। এটাই বড় প্রাপ্তি।” সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যে এই বাগান হলদিয়ার বিশেষ আকর্ষণের জায়গা হয়ে উঠবে। হয়ে উঠবে হলদিয়ার গুরুত্বপূর্ণ সম্পদ।
No comments