Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার হলদিয়ার ইঞ্জিনিয়ারদের বড় সাফল্য; বর্জ্য ফুল দিয়ে সাবান, বাঁশের বোতল বানিয়ে তাক

এবার হলদিয়ার ইঞ্জিনিয়ারদের বড় সাফল্য; বর্জ্য ফুল দিয়ে সাবান, বাঁশের বোতল বানিয়ে তাক লক্ষ্য দূষণ রোধে 'জিরো ওয়েস্ট মিশন' পুজোর শেষে পুকুরে কিংবা নদীতে ফুল ভাসিয়ে জল দূষণ বা পরিবেশ দূষণ আর নয়। বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় সেই…

 

এবার হলদিয়ার ইঞ্জিনিয়ারদের বড় সাফল্য; বর্জ্য ফুল দিয়ে সাবান, বাঁশের বোতল বানিয়ে তাক 

লক্ষ্য দূষণ রোধে 'জিরো ওয়েস্ট মিশন'

 পুজোর শেষে পুকুরে কিংবা নদীতে ফুল ভাসিয়ে জল দূষণ বা পরিবেশ দূষণ আর নয়। বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় সেই ফুল দিয়ে তৈরি সাবান আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন হলদিয়া পেট্রোকেমিক্যালসের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পবিত্র দাস। তাঁর আবিষ্কারের তালিকায় বাঁশের তৈরি পানীয় জলের বোতল আর একটি নতুন চমক বলতেই হয়।'জিরো ওয়েস্ট মিশন' কাজ শুরু করেছেন পবিত্র। অর্থাৎ বাড়ির কোনও বর্জ্য পদার্থকে ফেলে দিতে নারাজ তিনি। বাড়ির সবজির খোসা থেকে বিস্কুট, ডাবের সিক বা বোঁটা থেকে গ্ল্যাডিওলাস ফুল, শুকনো ফুলের কুঁড়ি, প্লাস্টিক দিয়ে গহনা, কানের দুল বানিয়ে বিশেষ পরিচিতি পেয়েছেন তিনি। শুধু তাই নয়, ফেলে দেওয়ার ৩০ রকমের বর্জ্য পদার্থ দিয়ে এক বিশেষ নারী মূর্তি বানিয়ে তিনি ২০২৩ সালে অর্জন করেছেন 'আমেরিকা বুক অব রেকর্ডস' সম্মান। তেমনি ফেলে দেওয়া ১৭ ধরনের বর্জ্য পদার্থ দিয়ে রাধাকৃষ্ণ মূর্তি বানিয়ে তিনি ২০২১ সালে জয় করেছেন 'ইন্ডিয়া বুক অফ রেকর্ডস'। নতুন নতুন আবিষ্কারের তালিকায় পবিত্রর নতুন সংযোজন পুজোর ফেলে দেওয়া ফুল থেকে তৈরি সাবান। তবে প্রস্তুত প্রণালীতে কেবল ফুলের পাপড়ি কিংবা ফুলের রস নয়। তার সঙ্গে দুর্বা বেলপাতা সবজির খোসার রস মুলতানি মাটি অ্যালোভেরা জেল চন্দন পাউডার কাঁচা হলুদের খোসার রস, আলুর খোসার রস মিশিয়ে এই ভেষজ সাবান তৈরি করা হয়।

অন্যদিকে গ্রীন ওয়াটার বটল ভাবনায় তিনি সফল হয়েছেন। বাঁশের খন্ড কেটে তার ভিতরে স্টেনলেস স্টিলের পাইপ বসানো হয়। বোতলের অ্যালুমিনিয়াম ঢাকনার তলায় থাকে অল্প পরিমাণ কপার। যা পানীয় জলের বিশুদ্ধতা বাড়াতে সক্ষম। পবিত্র বলেন, 'জিরো ওয়েস্ট মিশন' নিয়ে আমি কাজ শুরু করেছি। অর্থাৎ আমি কোনওভাবেই আমাদের ব্যবহৃত জিনিসের উচ্ছিষ্ট কিংবা বর্জ্য পদার্থকে নষ্ট করতে চাই না। রি-ইউজ, কিংবা রি-সাইকেল পদ্ধতিতে তার পুনর্ব্যবহারের উপযোগী করে তুলতে আমি দৃঢ় সংকল্প নিয়েছি। পুজোর ফুল পুকুরে কিংবা নদীতে ভাসিয়ে দিলে জল নষ্ট শুধু নয়, পরিবেশ দূষিত হয়। মশা মাছি বিভিন্ন জীবাণুর উপদ্রব বেড়ে যায়। সেই ভাবনা থেকে আমি ভেষজ সাবান তৈরির কাজ করতে পেরেছি। ১৮ সেপ্টেম্বর গেল ওয়ার্ল্ড ব্যাম্বু ডে। বাঁশের যে কত গুরুত্ব রয়েছে, তার থেকেই বাঁশের ওপর কাজ শুরু করেছি। বাঁশ দিয়ে বানিয়েছি, পানীয় জলের বোতল। যা আমার আবিষ্কারের নবতম সংযোজন। ইতিমধ্যে এমন বোতল তৈরির বেশ ডিমান্ড এসেছে আমার কাছে।" দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের নথিভুক্ত সদস্য। তার আবিষ্কারের উদ্দেশ্য বিধেয় জানিয়ে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। তুলে ধরেছেন তাঁর আবিষ্কারের গুরুত্ব। আগামিদিনে এমন আরও নতুন কিছু আবিষ্কার করে সমাজকে উপহার দিতে চান তিনি।

No comments