কাজের সন্ধান দিতে হলদিয়া আইটিআই কলেজ
কাজের সন্ধান দিতে হলদিয়া আইটিআই কলেজে অনুষ্ঠিত হচ্ছে " যব ফেয়ার " । ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে এই মেলা শুরু হচ্ছে । এক দিনের এই মেলায় আইটিআই, ভোকেশনাল কোর্স পাশ ছাত্র-ছাত্রীদের …
কাজের সন্ধান দিতে হলদিয়া আইটিআই কলেজ
কাজের সন্ধান দিতে হলদিয়া আইটিআই কলেজে অনুষ্ঠিত হচ্ছে " যব ফেয়ার " । ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে এই মেলা শুরু হচ্ছে । এক দিনের এই মেলায় আইটিআই, ভোকেশনাল কোর্স পাশ ছাত্র-ছাত্রীদের প্রচুর কাজের সন্ধান থাকছে এখানে । পাশাপাশি উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ প্রাপ্তরাও এখানে আবেদনের সুযোগ পাবেন । বিভিন্ন শিল্প সংস্থা তাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন বিভাগে কাজের জন্য প্রয়োজনীয় কর্মী নেবে । শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থেকে আবেদনকারীদের মুখোমুখি হবেন । চাকরি প্রার্থীদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ বলতেই হয়। সূত্রে জানা যায় ২০২৪ এ২৯ শে ফেব্রুয়ারি মাসে এই হলদিয়া আইটিআই কলেজে জব ফেয়ার হয়েছিল সেখানে আবেদন করেছিল ৪৯৫ জন। তাদের মধ্যে কাজ পেয়েছে ৩৮৯ জন। এবারও সেই সুযোগ দিতে চলেছে শিল্প শহরে অবস্থিত হলদিয়া আইটিআই কলেজ ।
No comments