জাতীয় সড়কে টোটো এবং মোটরসাইকেলের ধাক্কায় আহত ১
ভবানীপুর থানার অন্তর্গত মাইতির মোড় বাসস্টপেজে একটি টোটো এবং একটি মোটরসাইকেল ধাক্কা হয়। টোটো মোটরসাইকেল কে ধাক্কা মেরে পালিয়ে যায়.লোকটি আহত হয়। ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার…
জাতীয় সড়কে টোটো এবং মোটরসাইকেলের ধাক্কায় আহত ১
ভবানীপুর থানার অন্তর্গত মাইতির মোড় বাসস্টপেজে একটি টোটো এবং একটি মোটরসাইকেল ধাক্কা হয়। টোটো মোটরসাইকেল কে ধাক্কা মেরে পালিয়ে যায়.লোকটি আহত হয়। ভবানীপুর থানার সিভিক ভলেন্টিয়ার শেখ আরিফ বিল্লাহ ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন। লোকটিকে দেখে তুলে তাকে গাড়ি করে বিসি রায় হসপিটালে পৌঁছে দেয়। ট্রিটমেন্টের জন্য ভর্তি করে দেয়.এবং তার গাড়ি, তার ব্যাগ দায়িত্ব সহকারে থানার হাতে তুলে দেয়। লোকটি এখন চিকিৎসাধীন এবং ভালো আছেন । লোকটির বাড়ি বাসখানা জালপাই. ছেলেটির নাম চিরঞ্জিত মন্ডল বয়স ২৮ বছর।
No comments