পূজোর তহবিল নিয়ে উধাও কোষাধ্যক্ষ
হলদিয়ার একটি ভোজ্যতেল কারখানার বিশ্বকর্মা পুজো তহবিলের প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা নিয়ে পুজো কমিটির ক্যাশিয়ার উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। ওই ভোজ্যতেল সংস্থার কন্ট্রাক্টর ও শ্রমিকরা মিলিতভাবে ওই পুজো ক…
পূজোর তহবিল নিয়ে উধাও কোষাধ্যক্ষ
হলদিয়ার একটি ভোজ্যতেল কারখানার বিশ্বকর্মা পুজো তহবিলের প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা নিয়ে পুজো কমিটির ক্যাশিয়ার উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। ওই ভোজ্যতেল সংস্থার কন্ট্রাক্টর ও শ্রমিকরা মিলিতভাবে ওই পুজো করেন। পুজো কমিটির সম্পাদক শঙ্করপ্রসাদ দাস এইমর্মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুজো কমিটির টাকা নিয়ে এভাবে ক্যাশিয়ার বেপাত্তা হওয়ার ঘটনায় শিল্পশহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুজো কমিটির সম্পাদকের দাবি, ওই শিল্প সংস্থার শ্রমিক কর্মচারীদের পুজোর রসিদ বই দেওয়া হত। সেই রসিদ বইয়ের মাধ্যমে সংগ্রহ করা টাকা সবাই কোষাধ্যক্ষের কাছে জমা দিয়েছিল। এবছর ৮ লক্ষ ৪৬ হাজার টাকা ক্যাশিয়ারের কাছে জমা রাখা হয়েছিল বলে সম্পাদক দাবি করেছেন। পুজো শেষ হওয়ার পর হিসেব নিকেশের জন্য কোষাধ্যক্ষকে ফোন করতে সুইচ বন্ধ দেখা যায়। এরপর নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু কোষাধ্যক্ষের হদিশ মেলেনি। শেষে কোষাধ্যক্ষের নামে থানায় অভিযোগ করে পুজো কমিটির সম্পাদক। জানা গিয়েছে, ওই পুজোটি হলদিয়ার বিগ বাজেটের বিশ্বকর্মা পুজোগুলির অন্যতম। ওই পুজোয় ঠিকাদাররাও বড় অঙ্কের চাঁদা দেন। এছাড়া কারখানা সংলগ্ন পার্কিং থেকে যে অর্থ আদায় হয় তার একটি অংশ পুজোয় খরচ করা হয়। ভবানীপুর থানার ওসি বলেন, পুজো কমিটি টাকা গায়েব হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছে। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।
No comments