Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একই দিনে দুটি পৃথক ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৫

একই দিনে দুটি পৃথক ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৫ পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হল ৫ দুষ্কৃতি । রবিবার বিকেল এবং রাতে মহিষাদল ব্লক এলাকার ঘটনা । স্বামীর বাইকে চেপে এদিন বিকেল চারটে নাগাদ মহিষাদল ব্লক সদর থেকে রাজ্য সড়ক ধরে স্থ…

 



একই দিনে দুটি পৃথক ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৫ 

পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হল ৫ দুষ্কৃতি । রবিবার বিকেল এবং রাতে মহিষাদল ব্লক এলাকার ঘটনা । স্বামীর বাইকে চেপে এদিন বিকেল চারটে নাগাদ মহিষাদল ব্লক সদর থেকে রাজ্য সড়ক ধরে স্থানীয় আজড়া গ্রামে ফিরছিলেন এক গৃহবধূ । সেই চলন্ত অবস্থায় পিছন থেকে একটি বাইকে দুই যুবক এসে গৃহবধূর হার ছিনিয়ে চম্পট দেয় । ঘন্টা তিনেকের মধ্যে মহিষাদল থানার পুলিশ স্থানীয় গড় কমলপুর গ্রামের বাসিন্দা সেক মনিরুল এবং চাপি গ্রামের বাসিন্দা সেক হাফিজুলকে দ্বারিবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে । রবিবার রাতে পৃথক ঘটনাটি ঘটেছে মহিষাদল ব্লকের তাজপুরে । হলদিয়া- কোলাঘাট ১১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন গাড়ুঘাটা থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন স্থানীয় এক ঘটক । রাত তখন সাড়ে ন'টা । যাওয়ার পথে স্থানীয় তাজপুর মোড়ে তিন দুষ্কৃতি তাঁর পথ আটকায় । দুষ্কৃতিরা তার মোবাইল ফোন, ভোটার কার্ড,নগদ প্রায় দুই হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয় । সেই সময় ধস্তাধস্তিতে এক দুষ্কৃতি ব্লেড চালিয়ে দেয় ঘটকের গলা লক্ষ করে । কিন্তু ব্লেডটি গলায় না লেগে তাঁর বাঁ দিকের গালে লেগে কেটে যায় । রক্তপাট ঘটে । এই পরিস্থিতিতে চিৎকার জুড়ে দেন ওই ব্যক্তি । তা শুনে পাশাপাশি লোকজন ছুটে যান । ততক্ষণে দুষ্কৃতিরা জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে । জখম ব্যক্তিকে রাতেই মহিষাদল ব্লক হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার খবর পেয়ে রাতেই তদন্তে নামে পুলিশ । সেক সামসুদ্দিন, সেক মইদুল এবং সেখ মোশারফ নামে তিন যুবককে মহিষাদল এলাকা থেকে পাকড়াও করে । উদ্ধার হয়েছে ঘটকের ছিনতাই হওয়া জিনিসপত্র । সোমবার ধৃত পাঁচজন দুষ্কৃতিকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে । ঘটনা প্রসঙ্গে মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানিয়েছেন,"অপরাধমূলক ঘটনার খবর আমাদের কাছে যত তাড়াতাড়ি পৌঁছবে, তাতে আমাদের দ্রুত তদন্তের কাজ করার সুবিধা হবে । রবিবার বিকেল এবং রাতে যে দুটি ঘটনা ঘটেছে আমরা খবর পাওয়া মাত্র দ্রুত পদক্ষেপ করেছি । তাই দুষ্কৃতীরা দূরে পালাতে পারেনি । ধরা পড়ে গিয়েছে । এলাকার মানুষের সহযোগিতা থাকলে দুষ্কৃতী দমন কিংবা অপরাধমূলক কাজ বন্ধ করা সহজ হয় । আগামী দিনে এলাকার মানুষ তেমন সহযোগিতা করবেন এটাই আশা করছি ।"

No comments