বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন হলদিয়ার উইকিয়ার
বন্যার দুর্গত এলাকা পাঁশকুড়া মঙ্গলদ্বারী, কয়া এবং কোলাঘাট ব্লকে দেরিয়াচক হাইস্কুল এছাড়া মাইশোরা সমাজ সুরক্ষা মঞ্চ, হলদিয়া রিফাইনারি, প্রায় পাঁচ শতাধিক মানুষের শুকনো খাওয়…
বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন হলদিয়ার উইকিয়ার
বন্যার দুর্গত এলাকা পাঁশকুড়া মঙ্গলদ্বারী, কয়া এবং কোলাঘাট ব্লকে দেরিয়াচক হাইস্কুল এছাড়া মাইশোরা সমাজ সুরক্ষা মঞ্চ, হলদিয়া রিফাইনারি, প্রায় পাঁচ শতাধিক মানুষের শুকনো খাওয়া এছাড়া ইলেকট্রিক্যাল আলো, লাইটার, মশা মারা ধূপ সহ বিভিন্ন সামগ্রী। খাদ্যের মধ্যে বিস্কুট, মুড়ি, চানাচুর, পাউরুটি, চিড়া,বাতাসা, চিনি, হরলিক্স মোমবাতি, জলের বোতল, প্রভৃতি। তুলে দিলেন উই কেয়ার কর্ণধার সুস্মিতা মান্না।
উই কেয়ার ( WE CARE )" -- একটি সেবামূলক মানবিক সংস্থা । এই সংস্থাটির প্রধান উদ্যোক্তা এবং কর্ণধার সুস্মিতা মান্না । সঙ্গে ছিলেন সুপ্রিয় মান্না, ছিলেন বিশিষ্ট সমাজ সেবী তথা হলদিয়া ইন্ডিয়ান অয়েলের( IOC-র )অবসরপ্রাপ্ত অফিসার শান্তি গোপাল চক্রবর্তী , হলদিয়া ইন্ডিয়ান অয়েল এমপ্লয়িজ কনজিউমার্স কো-অপারেটিভ পক্ষে নেতৃত্ব দেন সম্পাদক জন্মেঞ্জয় মান্না সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। জানা যায় বন্যা দুর্গত এলাকায় ঘাটাল কোলাঘাট পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন সংস্থার কর্ণধার সুস্মিতা মান্না।
No comments