হলদিয়া মিলন সংঘ ক্লাবে মহিলাদের টেলারিং প্রশিক্ষণ শিবিরপূর্ব মেদিনীপুর জেলার শিল্প সহ হলদিয়া দুর্গাচক মিলন সংঘের সহযোগিতা হলদিয়া অভ্যুদয় ব্যবস্থাপনায় হলদিয়া ইন্দোরামা আর্থিক সহায়তা প্রায় ২৫ জন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ…
হলদিয়া মিলন সংঘ ক্লাবে মহিলাদের টেলারিং প্রশিক্ষণ শিবির
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সহ হলদিয়া দুর্গাচক মিলন সংঘের সহযোগিতা হলদিয়া অভ্যুদয় ব্যবস্থাপনায় হলদিয়া ইন্দোরামা আর্থিক সহায়তা প্রায় ২৫ জন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে তিন মাসের টেলারিং প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ইন্দোরামা এইচ আর সৌরভ ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিলন মন্ডল উপস্থিত ছিলেন হলদিয়া অভ্যুদয়ের সম্পাদক সভাপতি এবং সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments