বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন সিটাডেল
বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন সিটাডেল। তাদের ত্রাণ সামগ্রী হলদিয়া থেকে নিয়ে পৌঁছলেন বন্যা দুর্গত এলাকায়। সিটাডেল স্বেচ্ছাসেবী সংগঠন তারা প্রত্যেক বৎসর বিভিন্ন সামাজিক কাজের সঙ…
বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন সিটাডেল
বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন সিটাডেল। তাদের ত্রাণ সামগ্রী হলদিয়া থেকে নিয়ে পৌঁছলেন বন্যা দুর্গত এলাকায়। সিটাডেল স্বেচ্ছাসেবী সংগঠন তারা প্রত্যেক বৎসর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। কোভিডের সময় সাধারণ মানুষদের মাক্স, স্যানিটাইজার যেমন তুলে দিয়েছেন। কোভিড কালে পথ ভিক্ষুক এবং কুকুর যারা খাদ্যের জন্য বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন তাদের জন্য রান্না করা সামগ্রী তুলে সিটাডেল সংস্থা । এবার বন্যা দুর্গত মানুষদের জন্য সিটাডেল সংস্থা সদস্য সদস্যরা পাঁশকুড়া ঘাটাল এলাকায় প্রায় ৫০০ জন পরিবারের হাতে তারা চিড়া গুড় বাতাসা মুড়ি বিস্কুট চানাচুর আমুল দুধ কেক এবং এক লিটার করে জল
তুলে দিলেন সিটাডেল সংস্থার সদস্য সদস্যরা।
No comments