Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩ তম বার্ষিক পূর্ব মেদনীপুর জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন

১৩ তম বার্ষিক পূর্ব মেদনীপুর জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন
২৯ শে সেপ্টেম্বর,২০২৪ তারিখ সকাল ১০ টায় মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউশন এ পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশান এর ১৩ তম বার্ষিক সম্মেল…

 


১৩ তম বার্ষিক পূর্ব মেদনীপুর জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন


২৯ শে সেপ্টেম্বর,২০২৪ তারিখ সকাল ১০ টায় মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউশন এ পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশান এর ১৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার চারটি মহকুমা থেকে প্রায়  ৭৬ জন রেফারি সম্মেলনে অংশগ্ৰহন করেন। সম্মেলনের উদ্বোধন করেন  ভোলানাথ দত্ত, (President, Calcutta Referees' Association ),প্রধান অতিথির আসন অলংকৃত করেন  অনির্বাণ দত্ত (secretary, Indian Football Association (IFA)) বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন  বিশ্বজিৎ ভাদুড়ী(Asst.Jt.Secretary ,IFA), সঞ্জয় ব্যানার্জি, (President,Federation of Football Coaches of India) বিপ্লব চক্রবর্তী, (Secretary, District Sports Association, Purba Medinipur) এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি  বিশ্বজিৎ দত্ত।

বিজ্ঞাপন-



 জেলার বিশিষ্ট কিছু ক্রীড়া প্রেমী ও ক্রীড়া সংগঠককে সংস্থার পক্ষ থেকে আজীবন সদস্য পদ দেওয়া হয় এবং সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়।  অনির্বাণ দত্ত বলেন ফুটবল খেলার মান   বৃদ্ধিতে রেফারিদের ভূমিকা অনেক। রেফারিরা দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করলে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকরা তাদের প্রশংসায় ভরিয়ে দেয়। তিনি দক্ষ রেফারী তৈরি তে জেলা সংস্থার পাশে থাকার আশ্বাস দেন। ভোলানাথ দত্ত এই জেলার রেফারিদের  CRA র রেফারি পরীক্ষায় বসার পরামর্শ দেন এবং  দক্ষ রেফারী তৈরিতে জেলা রেফারি এ্যসোসিয়েশান কে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব হাজরা বলেন জেলায় ফুটবল লিগ না হওয়ায় কারনে রেফারিদের মান ধীরে ধীরে কমছে। তিনি ডি. এস. এ. কাছে জেলা লিগ চালু করার আবেদন করেন। এছাড়া রেফারিদের নিয়ে সেমিনার, ও আগামী ফেব্রুয়ারি মাসে রেফারি পরীক্ষার ঘোষণা করেন।

No comments