সাইবার প্রতারণা ২৫ লক্ষ টাকা খুইয়ে উদ্ধার হল ৮ লক্ষ টাকা
জুন মাসের গোড়ায় অনলাইন প্রতারণার খপ্পরে পড়ে ২৫লক্ষ টাকা খুইয়েছিলেন হলদিয়া টাউনশিপের এক শিক্ষক। হলদিয়া থানার চেষ্টায় সাড়ে তিন মাস পর ওই শিক্ষক আট লক্ষ ৬৭ হাজার ৫৪৭টাকা ফেরত …
সাইবার প্রতারণা ২৫ লক্ষ টাকা খুইয়ে উদ্ধার হল ৮ লক্ষ টাকা
জুন মাসের গোড়ায় অনলাইন প্রতারণার খপ্পরে পড়ে ২৫লক্ষ টাকা খুইয়েছিলেন হলদিয়া টাউনশিপের এক শিক্ষক। হলদিয়া থানার চেষ্টায় সাড়ে তিন মাস পর ওই শিক্ষক আট লক্ষ ৬৭ হাজার ৫৪৭টাকা ফেরত পেলেন। রবিবার ওই টাকার চেক শিক্ষকের হাতে তুলে দিয়েছে পুলিস- প্রশাসন। চেক হাতে পেয়ে ভীষণ খুশি ওই শিক্ষক। তিনি বলেন, হলদিয়া থানায় অভিযোগের পর পুলিস আধিকারিকরা সহযোগিতা করেছেন। অনলাইন ট্রেডিংয়ের নেশায় পড়ে টাকা বিনিয়োগ করতে গিয়ে ২৫ লক্ষ টাকা খুইয়েছিলেন ওই শিক্ষক। কয়েক দফায় ওই টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করে তিনি প্রতারকদের চক্করে পড়েন বলে অভিযোগ। এরপরই অনলাইন ট্রেডিংয়ের নির্দিষ্ট ছক ধরে এগতে গিয়ে মাত্র সপ্তাহখানেকের মধ্যে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা লোপাট হয় বলে অভিযোগ। পুলিসে অভিযোগের পাশাপাশি ওই শিক্ষকও নিজে বিভিন্নভাবে খোঁজ শুরু করেন। তিনি ব্যাঙ্ক সূত্রে জানতে পারেন তাঁর ২৫ লক্ষ টাকার একটি বড় অংশ অসমের প্রত্যন্ত এলাকায় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের টাকার একটি অংশ চলে গিয়ে দু’-তিনজনের অ্যাকাউন্টে। এরপর পুলিস তদন্ত চালিয়ে ওই অ্যাকাউন্টগুলি ব্লক করার পর টাকা ফেরানোর জন্য আদালতে তথ্যপ্রমাণ সহ আবেদন করে। শেষমেস অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের দু’টি অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত এসেছে বলে দাবি পুলিসের। বাকি টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
No comments