১০০ দিনের কাজে বকেয়া টাকার দাবিতে পথে নামছেন ঠিকাদাররা ১০০দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন পূর্ব মেদিনীপুরের ঠিকাদাররা। এনআরইজিএ প্রকল্পে এই জেলায় ঠিকাদারদের প্রায় আড়াইশো কোটি টাকা বকেয়া। ২০২০-’২১ থেকে টানা তিনটি আ…
১০০ দিনের কাজে বকেয়া টাকার দাবিতে পথে নামছেন ঠিকাদাররা
১০০দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন পূর্ব মেদিনীপুরের ঠিকাদাররা। এনআরইজিএ প্রকল্পে এই জেলায় ঠিকাদারদের প্রায় আড়াইশো কোটি টাকা বকেয়া। ২০২০-’২১ থেকে টানা তিনটি আর্থিক বছরে বিপুল টাকা বকেয়া রয়েছে বলে ঠিকাদারদের দাবি। জেলায় ২৫টি ব্লকে এনিয়ে বিডিওদের কাছে ডেপুটেশন দিচ্ছেন ঠিকাদাররা। এরপর জেলাশাসক অফিসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুজোর মুখে বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনকে জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন এই জেলার ঠিকাদাররা।
২০২২সালে ডিসেম্বর মাস থেকে এনআরইজিএস প্রকল্পে ফান্ড পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্র। তারপর থেকে ওই প্রকল্পে কাজ বন্ধ। ঠিকাদারদের পেমেন্টও আটকে রয়েছে বলে দাবি। ১২সেপ্টেম্বর চণ্ডীপুর ব্লকের ঠিকাদাররা বিডিওকে এই ইস্যুতে ডেপুটেশন দিয়েছেন। তিনটি আর্থিক বছরে প্রচুর টাকা ফান্ড ট্রান্সফার অর্ডার(এফটিও) হয়নি বলে ঠিকাদারদের দাবি। চণ্ডীপুর ব্লক কন্ট্রাক্টরস অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব প্রধান বলেন, আমাদের ব্লকে এনআরইজিএ প্রকল্পে ১৭কোটি টাকা বকেয়া রয়েছে। আমরা বিডিওকে ডেপুটেশন দিয়েছি। এভাবে প্রতিটি ব্লকে ডেপুটেশন কর্মসূচি চলছে। তারপর জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হবে। গোটা জেলায় প্রায় আড়াইশো কোটি টাকা বকেয়া রয়েছে।
একই ইস্যুতে আগামী ১৮সেপ্টেম্বর এগরা-২ ব্লক কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন বিডিওকে ডেপুটেশন দেবে। ওই ব্লকের ঠিকাদার গৌতম মহাপাত্র, অর্ধেন্দুশেখর জানা, সত্যজিৎ পাত্র প্রমুখ বলেন, একশো দিনের কাজে তিন বছরের বকেয়া রয়েছে। আমরা অনেকদিন অপেক্ষা করলাম। এবার পেমেন্টের দাবিতে আন্দোলনে নামতে হচ্ছে। সেজন্য আগামী ১৮তারিখ বিডিওকে ডেপুটেশন দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা না দেওয়ায় শ্রমিকদের পাওনা মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু, ঠিকাদারদের পেমেন্ট এখনও ঝুলে রয়েছে। ঢালাই রাস্তা, বনসৃজন, রাজীব গান্ধী নির্মাণ সহায়ক কেন্দ্র সহ বিভিন্ন কাজে ঠিকাদারদের মাধ্যমে পরিকাঠামো গড়া হয়। এনআরইজিএ প্রকল্পের তহবিল থেকে ওই কাজ হলেও ২০২০-’২১আর্থিক বছর থেকে পেমেন্ট আটকে রয়েছে। পুজোর মুখে ঠিকাদাররা নিজেদের পাওনা টাকার দাবিতে এবার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সেইমতো প্রতি ব্লকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে।
No comments