Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল-সহ সরঞ্জাম বিতরণ

দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল-সহ সরঞ্জাম বিতরণ
 দিব্যাঙ্গদের হাতে ট্রাই সাইকেল, - হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র, ব্লাইন্ড স্টিক সহ বিভিন্ন সহায়ক যন্ত্র, সরঞ্জাম তুলে দিল = ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারি।  হলদিয়ার সতীশ সামন্ত ট্র…

 



দিব্যাঙ্গদের ট্রাই সাইকেল-সহ সরঞ্জাম বিতরণ


 দিব্যাঙ্গদের হাতে ট্রাই সাইকেল, - হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র, ব্লাইন্ড স্টিক সহ বিভিন্ন সহায়ক যন্ত্র, সরঞ্জাম তুলে দিল = ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারি।  হলদিয়ার সতীশ সামন্ত ট্রেড সেন্টারের সভাঘরে আনুষ্ঠানিকভাবে এই সমস্ত সরঞ্জাম তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, সিইও সুধীর কোন্থাম, হলদিয়া রিফাইনারির প্ল্যান্ট হেড এবং একজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, রিফাইনারির ডিজিএম (এইচআর) অংশুমান ভট্টাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন হলদিয়া এবং পার্শ্ববর্তী এলাকার ৭০ জন দিব্যাঙ্গর হাতে এই সমস্ত সরঞ্জাম দেওয়া হয়েছে। 

হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর জানিয়েছেন, "দিব্যাঙ্গ হলেও তিনি সমাজকে তার চেষ্টায় কিছু দেওয়ার ক্ষমতা ধরেন। আমরা যারা সুস্থ, আমাদেরও দায়িত্ব রয়েছে তাঁদের সহযোগিতা করা। আজ হলদিয়া রিফাইনারি সেই মহৎ কাজটি করে দৃষ্টান্ত স্থাপন করল। এটা বড় আনন্দের বিষয়।" হলদিয়া রিফাইনারির প্ল্যান্ট হেড অতনু সান্যাল দিব্যাঙ্গদের সুস্থতা কামনা করে বলেন, "দিব্যাঙ্গরাও আমাদের সমাজের সাথী। সমাজে যারা সুস্থ, তাঁদের একটু সহযোগিতা দিব্যাঙ্গদের জীবন সুন্দর করে দেবে। হলদিয়া রিফাইনারি সেই চেষ্টা করেছে।" অতনুবাবুর এই বক্তব্যে দিব্যাঙ্গরা উজ্জীবিত হন।

No comments