হলদিয়াতে এটিএম জালিয়াতিতে ধৃত ও যুবক ১
পূর্ব মেদিনীপুর জেলায় এটিএম জালিয়াতির অভিযোগে জয়দেব রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। দুর্গাচক সুপার মার্কেটে এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে জালিয়াতির করা…
হলদিয়াতে এটিএম জালিয়াতিতে ধৃত ও যুবক ১
পূর্ব মেদিনীপুর জেলায় এটিএম জালিয়াতির অভিযোগে জয়দেব রায় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হলদিয়ার দুর্গাচক থানার পুলিশ। দুর্গাচক সুপার মার্কেটে এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএমে জালিয়াতির করা চেষ্টা করলে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক। ধৃত যুবককের বাড়ি বর্ধমানের দুর্গাপুর এলাকার ভিড়িঙ্গিতে। অভিযোগ, তিনি এটিএম জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত। সোনারপুর, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার জালিয়াতিতে যুক্ত রয়েছে ধৃত যুবক। জানা গিয়েছে, এটিএমে বয়স্কদের টার্গেট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। সেই সুযোগে নিজের কাছে থাকা ডিভাইস লাগিয়ে এটিএমে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। গত এক মাসে যুবকটি এমনই কায়দায় প্রায় ৮ লক্ষ টাকা এটিএম থেকে তুলে নিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে হলদিয়ার দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক জানান, "আমরা বেশ কিছু দিন ধরে এটিএম জালিয়াতির অভিযোগ পাচ্ছিলাম। সেই মতো তদন্ত শুরু করি। এক সূত্র মারফত জানতে পেরে অভিযান চালানো হয়। পুলিশের কর্মী. ছদ্মবেশে এটিএমে ওই যুবকের সহযোগীতা চায়। আর তা করতে গিয়ে ধরা পড়ে জালিয়াত। তাকে গ্রেপ্তার করেছি।” হলদিয়া মহকুমা আদালতের নির্দেশে ধৃতের চার দিনের পুলিশ হেফাজত হয়েছে। শিল্প শহরে বিভিন্ন জায়গায় প্রায় ২৫০ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে যাতে এই ধরনের জালিয়াতি না হতে পারে । তার জন্য নজরদারি করছেন জেলা পুলিশ প্রশাসন। সামনে বিশ্বকর্মা পুজো তার আগে এই ধরনের জালিয়াতি ঘটনা এলাকার মানুষের মধ্যে চাঞ্চল সৃষ্টি হয়েছে।
No comments