Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া কর্মসংবাদ : সরকারি পোর্টালের নজরদারি দেওয়ার আবেদন করলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ

সরকারি পোর্টালের নজরদারি দেওয়ার আবেদন করলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ
২০২২ সালে সরকারি পোর্টাল তৈরি করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের তত্ত্বাবধানে। জেলায় বিভিন্ন সংস্থার কর্মী নিয়োগ করার ক্ষেত্রে শাসক দলের নেতাদের ন…

 



সরকারি পোর্টালের নজরদারি দেওয়ার আবেদন করলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ


২০২২ সালে সরকারি পোর্টাল তৈরি করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসকের তত্ত্বাবধানে। জেলায় বিভিন্ন সংস্থার কর্মী নিয়োগ করার ক্ষেত্রে শাসক দলের নেতাদের নাম বারবার উঠে আসছিল। আর সেজন্যই এই সরকারি কোটালের মাধ্যমে কর্মী নিয়োগের জন্য ব্যবস্থা করেছিলেন। এই পোর্টালের রাষ্ট্রায়ত্ত সংস্থা তেল সংশোধনাগার কর্মী নিয়োগ ক্ষেত্রে বারে বারে অনিয়মের অভিযোগ উঠে আসছে। সূত্রে জানা যায় হলদিয়া রিফাইনারি আইওসি ক্যান্টিনে ১৭ জন কর্মী নিয়োগ হবে তা গত সেপ্টেম্বরে মাসেই তাদের ইন্টারভিউ নেওয়া হয় তাদের স্থায়ী গেট পাশও করে দেওয়া হয়েছিল বলে সূত্রে জানা যায়। কিন্তু পরে জানা যায় ৪০০ জন কর্ম প্রার্থী ছিলেন কিন্তু তাদের মধ্যে ১৭ জনকে নেওয়া হয় টাকার বিনিময়ে। প্রত্যেকের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে জানা যায়। এই অভিযোগ নজরে আসতেই জেলা শাসক তৎক্ষণার ওই প্যানেলকে বাদ দিয়ে তদন্তে নির্দেশ দিয়েছেন। এবং তড়িঘড়ি করে শিল্প সংস্থার আধিকারিকদের নিয়ে আলোচনা-বসার সিদ্ধান্ত নিয়েছে জানা যায়। পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাজী বলেন অভিযোগ এসেছে তার খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটছে তা তদন্ত করবেন এখন ওই প্যানেলকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি সংবাদমাধ্যম জানা যায়। আইএনটি টিইউ সি জেলা সভাপতি চন্দন দে, তিনিও বলেছেন এই কর্মের সঙ্গে দলের কোন নেতা বা কর্মী যোগ নেই। যদি থাকে তা উপযুক্ত দলই শাস্তি দেবে। কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি  বলেন ২০২২ সালে এই পোর্টাল "কর্মসংবাদ" চালু হতে আমরাই প্রতিবাদ করেছিলাম যে তৃণমূল নেতাদের তাদের কর্মীদের নিয়োগ করার জন্যই এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ আই ওয়াস ছাড়া আর কিছু নয়। এই পোটালে কোন সুযোগ পাবে না সাধারণ মানুষজন মেধা বিক্রি হবে টাকার কাছে। সেই কথা তা বর্তমানে প্রমাণিত। হলদিয়া রিফাইনারি পরপর দুবার নিয়োগ পত্রে দুবারই অর্থের বিনিময়ে কর্মী নিয়োগের কথা উঠে এসেছে। তিনি বলেন ওই প্যানেল পুরো বাদ দিয়ে নতুন করে প্যানেল করা হোক এবং যে সকল কর্মপ্রার্থী ছিলেন তাদেরকে পুনরায় ইন্টারভিউতে ডাকা হোক এবং এই পোর্টাল সরাসরি নজরদারি করুক জেলা শাসক। তিনি আরোও বলেন বর্তমান রাজ্যের বহু মেধাবী ছাত্র-ছাত্রীরা ভিন রাজ্যে চলে যাচ্ছেন চাকরির জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে । তাই পরিযায়ী শ্রমিক ঠেকাতে গেলে স্বচ্ছ কর্ম দক্ষতা যাদের রয়েছে তাদেরকেই রাজ্যের বিভিন্ন কারখানায় যুক্ত করা হোক। তবে সূত্রে জানা যায় আজ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাজীর নেতৃত্বে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় প্রায় ছোট বড় মিলে ৬০টি কারখানার আধিকারিকদের সভা করবেন। বারে বারে কর্মী নিয়োগ করার ক্ষেত্রে কেন এই ধরনের ঘটনা ঘটছে সে নিয়ে সতর্ক করা হবে আজকের এই সভায়।





No comments