হলদিয়া দেউলপোতায় বিজেপির আরজিকর কাণ্ডের প্রতিবাদে চাকা জ্যাম কর্মসূচিভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/fu1UtuU6atoআরজিকর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই লাগাতার আন্দোলন শুরু করেছে বিজেপি নেতৃত্ব।…
হলদিয়া দেউলপোতায় বিজেপির আরজিকর কাণ্ডের প্রতিবাদে চাকা জ্যাম কর্মসূচি
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/fu1UtuU6ato
আরজিকর হাসপাতালে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই লাগাতার আন্দোলন শুরু করেছে বিজেপি নেতৃত্ব। শুক্রবার রাজ্য বিজেপির তরফ থেকে রাজ্যজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সাহুবাজারে বাস স্ট্যান্ডে উপরে প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা- কর্মী ও সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হরিহর চক্রবর্তী, সভাপতি মানস কুমার সাহু , অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে দিকে দিকে আন্দোলন সংগঠিত করেছি। আমরা সবাই বিচার চাই। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
No comments