শিল্প সংস্থার উদ্যোগে স্মার্ট ক্লাস চালুভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/J_h72UCbOY8
হলদিয়া পৌরসভার অন্তর্গত হলদিয়া পৌর পাঠভবন স্কুলে স্মার্ট ক্লাসের ক্লাস রুমের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তুলে দিলেন হলদিয়া এনার্জি লিমিটেড। …
শিল্প সংস্থার উদ্যোগে স্মার্ট ক্লাস চালু
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/J_h72UCbOY8
হলদিয়া পৌরসভার অন্তর্গত হলদিয়া পৌর পাঠভবন স্কুলে স্মার্ট ক্লাসের ক্লাস রুমের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তুলে দিলেন হলদিয়া এনার্জি লিমিটেড। স্মার্ট ক্লাসের জন্য কম্পিউটার সহ প্রায় তিন লক্ষ টাকার সরঞ্জাম প্রদান করেছেন এই শিল্প সংস্থা। শুক্রবার ৬ ই সেপ্টেম্বর শিল্প সংস্থার আধিকারিকেরা স্কুলে এসে উদ্বোধন করেন। স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেড প্ল্যান হেড ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্ত সি এস আর প্রজেক্ট এর আধিকারিক হলদিয়া এনার্জি লিমিটেড এইচ আর সত্যজিৎ গাঙ্গুলী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী।
স্কুলের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ চরণ চন্দ্র বলেন স্মার্ট ক্লাস চালুর ফলে অডিও ভিজুয়ালের শিক্ষাদানের সহায়তা হবে।
No comments